আমারটা ছিল শুধুই অভিনয়, কিন্তু বাবলু সাঁতরা বাস্তব, প্রণাম জানালেন পর্দার ‘বাবলু’

Last Updated:
1/5
♦ পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হামলা ৷ ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে ঢুকে অতর্কিতে আত্মঘাতী হামলা ৷ সেই বীভৎস হামলায় প্রাণ হারালেন ৪২ জন সিআরপিএফ জওয়ান ৷ যাঁদের মধ্যে রয়েছেন এ রাজ্যের দুই সেনা জওয়ান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হামলা ৷ ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে ঢুকে অতর্কিতে আত্মঘাতী হামলা ৷ সেই বীভৎস হামলায় প্রাণ হারালেন ৪২ জন সিআরপিএফ জওয়ান ৷ যাঁদের মধ্যে রয়েছেন এ রাজ্যের দুই সেনা জওয়ান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
♦ হাওড়ার বীর শহিদ বাবলু সাঁতরা ৷ গতকাল শনিবারই তাঁর নিথর দেহ এসে পৌঁছেছে তাঁর হাওড়ার বাসভবনে ৷ জাতীয় পতাকায় মোড়া কফিনটার ভিতরে ছিন্ন ভিন্ন শরীরটা ৷ সামনে আসতেই কান্নায় ভেঙে পড়লেন বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ হাওড়ার বীর শহিদ বাবলু সাঁতরা ৷ গতকাল শনিবারই তাঁর নিথর দেহ এসে পৌঁছেছে তাঁর হাওড়ার বাসভবনে ৷ জাতীয় পতাকায় মোড়া কফিনটার ভিতরে ছিন্ন ভিন্ন শরীরটা ৷ সামনে আসতেই কান্নায় ভেঙে পড়লেন বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
♦ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ ৷ বাংলার মানুষও এই প্রয়াণে শোকাহত  ৷ শোকাহত টলিউড অভিনেতা জিতুও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ ৷ বাংলার মানুষও এই প্রয়াণে শোকাহত ৷ শোকাহত টলিউড অভিনেতা জিতুও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/5
♦ এছাড়া কাকতালীয়ভাবে একটি ঘটনা মিলে গিয়েছে, সেই কথাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেছেন জিতু ৷ কিছুদিন আগে ‘রাঙিয়ে দিয়ে যাও’বলে একটি ধারাবাহিকে অভিনয় করতেন এই অভিনেতা ৷ যেখানে তাঁর চরিত্রটির নাম ছিল ‘বাবলু’৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এছাড়া কাকতালীয়ভাবে একটি ঘটনা মিলে গিয়েছে, সেই কথাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেছেন জিতু ৷ কিছুদিন আগে ‘রাঙিয়ে দিয়ে যাও’বলে একটি ধারাবাহিকে অভিনয় করতেন এই অভিনেতা ৷ যেখানে তাঁর চরিত্রটির নাম ছিল ‘বাবলু’৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/5
♦ সেখানে একজন সেনা জওয়ানের চরিত্রেই অভিনয় করতেন জিতু ৷ এ নিয়ে শহিদ বাবলু সাঁতরার সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘‘আমি সত্যি ভাগ্যবান... ভারতের বীর শহীদ "বাবলু"...এনার নামাঙ্কিত এক চরিত্র করতে পেরে আমি যে কি গর্ব বোধ করছি তা বলে বোঝানো দায়.. যদিও আমার টা ছিল শুধুই ভাব দিয়ে পূর্ণ... কিন্তু "বাবলু সাঁতরা" র বাস্তবে পরিপূর্ণ... অজস্র প্রণাম #বাবলুসাঁতরা #জয়হিন্দ’’ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সেখানে একজন সেনা জওয়ানের চরিত্রেই অভিনয় করতেন জিতু ৷ এ নিয়ে শহিদ বাবলু সাঁতরার সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘‘আমি সত্যি ভাগ্যবান... ভারতের বীর শহীদ "বাবলু"...এনার নামাঙ্কিত এক চরিত্র করতে পেরে আমি যে কি গর্ব বোধ করছি তা বলে বোঝানো দায়.. যদিও আমার টা ছিল শুধুই ভাব দিয়ে পূর্ণ... কিন্তু "বাবলু সাঁতরা" র বাস্তবে পরিপূর্ণ... অজস্র প্রণাম #বাবলুসাঁতরা #জয়হিন্দ’’ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement