Payel Sarkar|| নির্বাচনে লড়তে মুছেছিলেন বহু সাহসী ছবি! ফের 'হট' অবতারে আগুন ঝরাচ্ছেন পায়েল

Last Updated:
অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। প্রচারে বেরিয়েছেন, রোদে ঘুরে বাড়ি বাড়ি ভোট চাইতেও গিয়েছেন। তখন পায়েলের সাজ পোশাক ছিল একেবারেই সাদামাটা।
1/8
*অভিনেত্রী পায়েল সরকার। সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। প্রচারে বেরিয়েছেন, রোদে ঘুরে বাড়ি বাড়ি ভোট চাইতেও গিয়েছেন। তখন পায়েলের সাজ পোশাক ছিল একেবারেই সাদামাটা। তথ্য ও ছবিঃ অরুনিমা দে।  
*অভিনেত্রী পায়েল সরকার। সম্প্রতি বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। প্রচারে বেরিয়েছেন, রোদে ঘুরে বাড়ি বাড়ি ভোট চাইতেও গিয়েছেন। তখন পায়েলের সাজ পোশাক ছিল একেবারেই সাদামাটা। তথ্য ও ছবিঃ অরুনিমা দে।  
advertisement
2/8
*সুতির জামা পরে মূলত দেখা গিয়েছে তাঁকে। সাদা সালোয়ার কামিজ কিংবা হালকা রঙের কুর্তা, এই ধরনের পোশাকেই পায়েলকে দেখা গিয়েছে তখন। কিন্তু এটা ভুললে চলবে না তিনি টলিপাড়ার লাস্যময়ী নায়িকা।
*সুতির জামা পরে মূলত দেখা গিয়েছে তাঁকে। সাদা সালোয়ার কামিজ কিংবা হালকা রঙের কুর্তা, এই ধরনের পোশাকেই পায়েলকে দেখা গিয়েছে তখন। কিন্তু এটা ভুললে চলবে না তিনি টলিপাড়ার লাস্যময়ী নায়িকা।
advertisement
3/8
*পায়েলের গ্ল্যামারের ছটা কম কিছু নয়। তাঁর আবেদনময়ী রূপে ঘায়েল হয়নি, এমন পুরুষ পাওয়া মুশকিল। নির্বাচনের পরে এক নতুন অবতারে দেখা দিতে চলেছেন পায়েল। নিজের লুক-ইমেজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মজেছেন নায়িকা।
*পায়েলের গ্ল্যামারের ছটা কম কিছু নয়। তাঁর আবেদনময়ী রূপে ঘায়েল হয়নি, এমন পুরুষ পাওয়া মুশকিল। নির্বাচনের পরে এক নতুন অবতারে দেখা দিতে চলেছেন পায়েল। নিজের লুক-ইমেজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মজেছেন নায়িকা।
advertisement
4/8
*প্রকাশ্যে তাঁর নতুন লুকেট বেশ কিছু ছবি। উষ্ণতায় পারদ চড়িয়ে দিলেন পায়ের। তাঁর নতুন ফটোশুটের ছবিগুলো দেখে বলতেই হয় 'টু হট'। একেবারে ওয়েস্টার্ন পোশাকে দেখা দিলেন পায়েল।
*প্রকাশ্যে তাঁর নতুন লুকেট বেশ কিছু ছবি। উষ্ণতায় পারদ চড়িয়ে দিলেন পায়ের। তাঁর নতুন ফটোশুটের ছবিগুলো দেখে বলতেই হয় 'টু হট'। একেবারে ওয়েস্টার্ন পোশাকে দেখা দিলেন পায়েল।
advertisement
5/8
*প্রথম ছবিতে তাঁকে দেখা যাচ্ছে  অল ব্ল্যাক লুকে। আবেদনময়ী কালো পোশাক, ট্যান্ড মেকআপ ,তার সঙ্গে বান বেঁধেছেন পায়েল। নায়িকাকে দেখে বলতেই হয় কেয়া বাত।
*প্রথম ছবিতে তাঁকে দেখা যাচ্ছে  অল ব্ল্যাক লুকে। আবেদনময়ী কালো পোশাক, ট্যান্ড মেকআপ ,তার সঙ্গে বান বেঁধেছেন পায়েল। নায়িকাকে দেখে বলতেই হয় কেয়া বাত।
advertisement
6/8
*অন্য লুকে, খোলা চুলে ধরা দিয়েছেন নায়িকা। অপর একটি লুকের জন্য সি থ্রু সাদা, হাই নেক বডি হাগিং টপ এর সঙ্গে নিয়ন রঙের অন্তর্বাস পরেছেন পায়েল।
*অন্য লুকে, খোলা চুলে ধরা দিয়েছেন নায়িকা। অপর একটি লুকের জন্য সি থ্রু সাদা, হাই নেক বডি হাগিং টপ এর সঙ্গে নিয়ন রঙের অন্তর্বাস পরেছেন পায়েল।
advertisement
7/8
*সবকটা লুকেই রূপের জাদু ছড়াচ্ছেন নায়িকা। নতুন করে নিজেকে সাজিয়ে নিচ্ছেন তিনি। নির্বাচনের পর এই প্রথম ক্যামেরার মুখোমুখি হলেন পায়েল সরকার। 
*সবকটা লুকেই রূপের জাদু ছড়াচ্ছেন নায়িকা। নতুন করে নিজেকে সাজিয়ে নিচ্ছেন তিনি। নির্বাচনের পর এই প্রথম ক্যামেরার মুখোমুখি হলেন পায়েল সরকার। 
advertisement
8/8
*'ম্যাজিক' ছবিতে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। বেশ কয়েকটি ওয়েব সিরিজ কাজ করেছেন পায়েল। আগামী দিনে 'জতুগৃহ' ছবিতে দেখা যাবে তাঁকে। বড় পর্দায় ফেরার আগে নিজেকে আরও গ্ল্যামারস করে তুললেন পায়েল।
*'ম্যাজিক' ছবিতে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। বেশ কয়েকটি ওয়েব সিরিজ কাজ করেছেন পায়েল। আগামী দিনে 'জতুগৃহ' ছবিতে দেখা যাবে তাঁকে। বড় পর্দায় ফেরার আগে নিজেকে আরও গ্ল্যামারস করে তুললেন পায়েল।
advertisement
advertisement
advertisement