Parno Mittra|| নতুন সিনেমায় এখনই না! কেরিয়ারের মধ্যগগনে কেন এমন সিদ্ধান্ত? সাফ জানালেন পার্নো মিত্র...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Parno Mittra is not signing a new film: নতুন কোনও সিনেমায় অভিনয় করতে চান না অভিনেত্রী পার্নো মিত্র। কারণ হিসেবে তিনি জানিয়েছেন ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের কথা।
advertisement
*কয়েকদিন আগে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন পার্নো। আর তার পর থেকে বেশ কিছুটা অসুস্থ বোধ করছেন তিনি। জ্বরও এসেছে তাঁর। তাঁকে ফোন করা হলে তিনি বলেন, “আমি ভীষণ দুর্বল। গত এপ্রিল মাসের ২৬ তারিখ আমি করোনা পজিটিভ হই। সেসময় প্রচন্ড জ্বর ছিল আমার। তারপর ফের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর জ্বর এসেছে। গায়ে অসহ্য ব্যথা রয়েছে। আমার জন্য এটা ভীষণ যন্ত্রণাদায়ক।” ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*কোভিডের পরবর্তী প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “আপনি যদি কোভিড থেকে সেরে ওঠেন তার পরেও আপনাকে শরীরের প্রতি যত্ন নিতে হবে। বহুদিন দুর্বলতা থাকবে। আমি মে মাসের ১০ তারিখ কোভিড নেগেটিভ হয়েছি। কিন্তু আমার মধ্যে এখনও দুর্বলতা রয়েছে। সৌভাগ্যক্রমে আমার মা তাঁর দ্বিতীয় ডোজ ইতিমধ্যে পেয়ে গেছে। সেটা আমার কাছে খুব স্বস্তিদায়ক।” ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট শঙ্কিত পার্নো মিত্র। তিনি বলেন, “কোভিড এখনও রয়েছে। পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। কিন্তু সাধারণ মানুষ এখনও খুবই অসচেতন। রাস্তায় বের হলে খুব কম লোকই মাস্ক পরছে। এ রকম যদি আচরণ হয় তাহলে কোভিডের তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না। আমি এখনও অনেককে জানি যাঁরা ভ্যাকসিন নিতে আগ্রহী নন। কী কারণে তাঁরা ভ্যাকসিন নিচ্ছেন না আমি সেটাও বুঝতে পারছি না।” ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*যদিও ভীষণ বেড়াতে পছন্দ করেন পার্নো। সময় পেলেই বিভিন্ন জায়গা ঘুরতে যান তিনি। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শেষ গেছি গোয়াতে। সেখানে মিমির ( Mimi Chakraborty)-র সঙ্গে আমার দেখা হয়েছিল। দুজনে দারুন সময় কাটিয়েছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে একবার ক্রোয়েশিয়া যাওয়ার ইচ্ছে আছে।” ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*বেশ কিছু স্ক্রিপ্ট দেখার কাজে ব্যস্ত রয়েছেন পার্নো। কিন্তু তিনি এখন নতুন কোনও সিনেমায় অভিনয় করতে চান না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “আমি যদি এখন কোনও সিনেমায় কাজ শুরু করি তাহলে আমি নিজেই জানি না সিনেমাগুলো কবে মুক্তি পাবে। কারণ চারিদিকে এখন প্রচন্ড অনিশ্চয়তা। অনেকগুলো সিনেমা তৈরি হয়ে পড়ে আছে। সেগুলি কেউ জানে না কবে মুক্তি পাবে।” ছবি: ইনস্টাগ্রাম।