Nusrat Jahan: পছন্দের গান শুনতে শুনতে সন্তান প্রসব নুসরতের, কত ওজন হল নবজাতকের?

Last Updated:
Nusrat Jahan Delivers Baby Boy: বাবার পরিচয় ছাড়াই তাঁর সন্তানকে জন্ম দিয়ে, তাকে নিজের পরিচয়েই বড় করতে চান সদ্য মা নুসরত জাহান ।
1/7
• মা হয়েছেন তিনি । অনেক বিতর্ক, অনেক সমালোচনা, ট্রোলিংকে উপেক্ষা করে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামজাদা বেসরকারি হাসপাতালে বেলা ১টা নাগাদ সি-সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী (Nusrat Jahan becomes mother) । হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুম, সর্বক্ষণই নায়িকার পাশে ছিলেন তাঁর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।
• মা হয়েছেন তিনি । অনেক বিতর্ক, অনেক সমালোচনা, ট্রোলিংকে উপেক্ষা করে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামজাদা বেসরকারি হাসপাতালে বেলা ১টা নাগাদ সি-সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী (Nusrat Jahan becomes mother) । হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুম, সর্বক্ষণই নায়িকার পাশে ছিলেন তাঁর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।
advertisement
2/7
• বাবার পরিচয় ছাড়াই তাঁর সন্তানকে জন্ম দিয়ে, তাকে নিজের পরিচয়েই বড় করতে চান সদ্য মা নুসরত জাহান (Nusrat Jahan Delivers Baby Boy)। ভবিষ্যতে তিনি কোনও সম্পর্কে নিজেকে বাঁধবেন কিনা তা সময় বলবে । কিন্তু আপাতত তাঁর সন্তানের কাছে তিনিই মা, তিনিই বাবা ।
• বাবার পরিচয় ছাড়াই তাঁর সন্তানকে জন্ম দিয়ে, তাকে নিজের পরিচয়েই বড় করতে চান সদ্য মা নুসরত জাহান (Nusrat Jahan Delivers Baby Boy)। ভবিষ্যতে তিনি কোনও সম্পর্কে নিজেকে বাঁধবেন কিনা তা সময় বলবে । কিন্তু আপাতত তাঁর সন্তানের কাছে তিনিই মা, তিনিই বাবা ।
advertisement
3/7
• এখনও ছেলের কোনও ছবি প্রকাশ্যে আনেননি নুসরত । এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সন্তান হওয়ার খবরও তিনি শেয়ার করেননি । তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তানকে চোখে হারাচ্ছেন নতুন মা । সর্বক্ষণ তাঁকে নিজের কাছে কাছে রাখছেন ।
• এখনও ছেলের কোনও ছবি প্রকাশ্যে আনেননি নুসরত । এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সন্তান হওয়ার খবরও তিনি শেয়ার করেননি । তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তানকে চোখে হারাচ্ছেন নতুন মা । সর্বক্ষণ তাঁকে নিজের কাছে কাছে রাখছেন ।
advertisement
4/7
• জন্মের সময় নবজাতকের ওজন হয়েছিল ২.৯ কেজি। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল । সদ্যোজাতর থাইরয়েড, ক্যালসিয়াম এবং বিলিরুবিন সব কিছু স্বাভাবিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারে দু’জন।
• জন্মের সময় নবজাতকের ওজন হয়েছিল ২.৯ কেজি। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল । সদ্যোজাতর থাইরয়েড, ক্যালসিয়াম এবং বিলিরুবিন সব কিছু স্বাভাবিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারে দু’জন।
advertisement
5/7
• সূত্র মারফত জানা গিয়েছে, যশের ইংরাজি নামের সঙ্গে মিলিয়ে Y- দিয়েই নাম দেওয়া হয়েছে নুসরতের ছেলের । তার নাম দেওয়া হয়েছে ঈশান । ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই তিনি রাখতে চান ছেলেকে। এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি সেখানেও।
• সূত্র মারফত জানা গিয়েছে, যশের ইংরাজি নামের সঙ্গে মিলিয়ে Y- দিয়েই নাম দেওয়া হয়েছে নুসরতের ছেলের । তার নাম দেওয়া হয়েছে ঈশান । ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই তিনি রাখতে চান ছেলেকে। এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি সেখানেও।
advertisement
6/7
• সন্তানের জন্মের সময় স্পাইনাল অ্যানেস্থেশিয়া করা হয়েছিল নুসরতের । ডেলিভারির যন্ত্রণা লাঘব করতে নিজের পছন্দের প্লে-লিস্ট চালিয়েছিলেন নুসরত । পছন্দের গান গুলি ফোনে শুনতে শুনতেই সন্তানের জন্ম দেন তিনি ।
• সন্তানের জন্মের সময় স্পাইনাল অ্যানেস্থেশিয়া করা হয়েছিল নুসরতের । ডেলিভারির যন্ত্রণা লাঘব করতে নিজের পছন্দের প্লে-লিস্ট চালিয়েছিলেন নুসরত । পছন্দের গান গুলি ফোনে শুনতে শুনতেই সন্তানের জন্ম দেন তিনি ।
advertisement
7/7
• সন্তানের পিতৃপরিচয় এখনও জানা না গেলেও সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকেই ধরে নিয়েছেন যশই সদ্যোজাতের বাবা । তাই অনেকেই যশ’কে শুভেচ্ছা জানাচ্ছেন । তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি উঠছে, সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনার জন্য । জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তটিতে সবসময় নুসরত ও তাঁর সন্তানকে চোখে-চোখে রেখেছেন যশ । হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুমে উপস্থিত থাকা... একসঙ্গেই রয়েছেন ‘যশরত’ ।
• সন্তানের পিতৃপরিচয় এখনও জানা না গেলেও সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকেই ধরে নিয়েছেন যশই সদ্যোজাতের বাবা । তাই অনেকেই যশ’কে শুভেচ্ছা জানাচ্ছেন । তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি উঠছে, সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনার জন্য । জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তটিতে সবসময় নুসরত ও তাঁর সন্তানকে চোখে-চোখে রেখেছেন যশ । হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুমে উপস্থিত থাকা... একসঙ্গেই রয়েছেন ‘যশরত’ ।
advertisement
advertisement
advertisement