আংটি বদল করলেন ‘জড়োয়ার ঝুমকো’-র জড়োয়া, পাত্রটি কে?

Last Updated:
1/7
• বিনোদন দুনিয়ায় যেন গাঁটছড়া বাঁধার ধুম পড়েছে ৷ বলি-টলি সবাই মিলে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় ৷ একদিকে দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কা বলিউড কাঁপাচ্ছেন ৷ টলি পাড়াতেও কিছুদিন আগেই বিয়ে হয়েছে রাজ-শুভশ্রীর ৷ বাদ নেই টেলি দুনিয়াও ৷ ছবি: ফেসবুক ৷
• বিনোদন দুনিয়ায় যেন গাঁটছড়া বাঁধার ধুম পড়েছে ৷ বলি-টলি সবাই মিলে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় ৷ একদিকে দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কা বলিউড কাঁপাচ্ছেন ৷ টলি পাড়াতেও কিছুদিন আগেই বিয়ে হয়েছে রাজ-শুভশ্রীর ৷ বাদ নেই টেলি দুনিয়াও ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
2/7
• এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘জড়োয়ার ঝুমকো’-র জড়োয়া, থুড়ি অঙ্কিতা মজুমদার ৷ এই মুহূর্তে ‘ভূমিকন্যা’য় ঊষসীর ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতাকে ৷ সদ্যই আংটি বদল হল অভিনেত্রীর ৷ পাত্রের নাম সৌমিত্র পাল ৷ ছবি: ফেসবুক ৷
• এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘জড়োয়ার ঝুমকো’-র জড়োয়া, থুড়ি অঙ্কিতা মজুমদার ৷ এই মুহূর্তে ‘ভূমিকন্যা’য় ঊষসীর ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতাকে ৷ সদ্যই আংটি বদল হল অভিনেত্রীর ৷ পাত্রের নাম সৌমিত্র পাল ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
3/7
• হবু বর বেঙ্গালুরু নিবাসী  ৷ সেখানেই একটা স্টার্ট-আপ কোম্পানি রয়েছে তাঁর ৷ অঙ্কিতার শ্বশুরবাড়ি গুয়াহাটিতে ৷ বিনোদন দুনিয়া থেকে অনেকটাই দূরে সৌমিত্র ৷ তা হলে আলাপ জমল কী করে? ছবি: ফেসবুক ৷
• হবু বর বেঙ্গালুরু নিবাসী ৷ সেখানেই একটা স্টার্ট-আপ কোম্পানি রয়েছে তাঁর ৷ অঙ্কিতার শ্বশুরবাড়ি গুয়াহাটিতে ৷ বিনোদন দুনিয়া থেকে অনেকটাই দূরে সৌমিত্র ৷ তা হলে আলাপ জমল কী করে? ছবি: ফেসবুক ৷
advertisement
4/7
• ম্যাট্রিমনিয়াল সাইট থেকে যোগাযোগ হয়েছিল বছরখানেক আগে ৷ ফ্লার্টিং বা ডেটিং নয়, প্রথম থেকেই দু’জন বিয়ের জন্যই এগিয়েছেন ৷ প্রথমে নিজেদের জানাশোনা, তারপর বাড়িতেও সবটা জানান অঙ্কিতা-সৌমিত্র ৷ এরপরেই বিয়ের তোড়জোড় শুরু হয় ৷ ছবি: ফেসবুক ৷
• ম্যাট্রিমনিয়াল সাইট থেকে যোগাযোগ হয়েছিল বছরখানেক আগে ৷ ফ্লার্টিং বা ডেটিং নয়, প্রথম থেকেই দু’জন বিয়ের জন্যই এগিয়েছেন ৷ প্রথমে নিজেদের জানাশোনা, তারপর বাড়িতেও সবটা জানান অঙ্কিতা-সৌমিত্র ৷ এরপরেই বিয়ের তোড়জোড় শুরু হয় ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
5/7
• গতকাল হয়েছে রিং সেরিমনি ৷ বিয়ের দিন ঠিক হয়েছে ২৮ জানুয়ারি ৷ দু’জনেরই ইচ্ছে, রূপকথার মতো সাজানো বিয়ে হোক ৷ বেশ কয়েকদিন ধরে চলবে বিয়ের অনুষ্টান ৷ বেঙ্গালুরু, গুয়াহাটি, মুম্বই, রাজারহাট সব জায়গায় আলাদা আলাদা পার্টি দেওয়া হবে ৷ ছবি: ফেসবুক ৷
• গতকাল হয়েছে রিং সেরিমনি ৷ বিয়ের দিন ঠিক হয়েছে ২৮ জানুয়ারি ৷ দু’জনেরই ইচ্ছে, রূপকথার মতো সাজানো বিয়ে হোক ৷ বেশ কয়েকদিন ধরে চলবে বিয়ের অনুষ্টান ৷ বেঙ্গালুরু, গুয়াহাটি, মুম্বই, রাজারহাট সব জায়গায় আলাদা আলাদা পার্টি দেওয়া হবে ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
6/7
• অঙ্কিতার প্রোফাইলে লেখা ছিল, ফ্রিল্যান্স অ্যাক্টর ৷ পরে হবু শ্বশুরবাড়ি জানতে পারে এটাই অঙ্কিতার পেশা ৷ তবে তাঁরা আপত্তি করেননি ৷ বরং হবু বৌমাকে আরও ভাল করে জানার জন্য ওয়েব সিরিজ ছেড়ে আজকাল সিরিয়াল দেখতে শুরু করেছেন ৷ ছবি: ফেসবুক ৷
• অঙ্কিতার প্রোফাইলে লেখা ছিল, ফ্রিল্যান্স অ্যাক্টর ৷ পরে হবু শ্বশুরবাড়ি জানতে পারে এটাই অঙ্কিতার পেশা ৷ তবে তাঁরা আপত্তি করেননি ৷ বরং হবু বৌমাকে আরও ভাল করে জানার জন্য ওয়েব সিরিজ ছেড়ে আজকাল সিরিয়াল দেখতে শুরু করেছেন ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
7/7
• রাজ চক্রবর্তীর ‘যোশ’ দিয়ে প্রথম ছোট পর্দায় এসেছিলেন অঙ্কিতা ৷ এরপর ‘জড়োয়ার ঝুমকো’ বেশ জনপ্রিয় হয় ৷ এখন অরিন্দম শীলের ‘ভূমিকন্যা’য় ঊষসীর চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ ছবি: ফেসবুক ৷
• রাজ চক্রবর্তীর ‘যোশ’ দিয়ে প্রথম ছোট পর্দায় এসেছিলেন অঙ্কিতা ৷ এরপর ‘জড়োয়ার ঝুমকো’ বেশ জনপ্রিয় হয় ৷ এখন অরিন্দম শীলের ‘ভূমিকন্যা’য় ঊষসীর চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ ছবি: ফেসবুক ৷
advertisement
advertisement
advertisement