Ena Saha: বডিশেমিং এর কড়া প্রতিবাদ জানিয়ে এবার বোল্ড সুইমস্যুটে ধরা দিলেন এনা সাহা! নেট দুনিয়ায় পারদ চড়ল মুহূর্তে

Last Updated:
ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের বডি স্যুট পরে রয়েছেন এনা। সেই পোশাকেও একই রকম আত্মবিশ্বাসী তিনি।
1/6
কয়েকদিন আগেই বডিশেমিং এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। আর এবার সুইমস্যুট পরে সাহসী ফোটোশ্যুটে ধরা দিলেন তিনি।
কয়েকদিন আগেই বডিশেমিং এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। আর এবার সুইমস্যুট পরে সাহসী ফোটোশ্যুটে ধরা দিলেন তিনি।
advertisement
2/6
ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের বডি স্যুট পরে রয়েছেন এনা। সেই পোশাকেও একই রকম আত্মবিশ্বাসী তিনি। সঙ্গে ওয়েট লুক হেয়ার মানানসই।
ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের বডি স্যুট পরে রয়েছেন এনা। সেই পোশাকেও একই রকম আত্মবিশ্বাসী তিনি। সঙ্গে ওয়েট লুক হেয়ার মানানসই।
advertisement
3/6
এনা বহুবার সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং এর শিকার হয়েছেন। সম্প্রতি এক ফোটোশ্যুটে তার বিরুদ্ধে সরব হন তিনি।
এনা বহুবার সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং এর শিকার হয়েছেন। সম্প্রতি এক ফোটোশ্যুটে তার বিরুদ্ধে সরব হন তিনি।
advertisement
4/6
বহু অভিনেতারাই এমন বডিশেমিং ও ট্রোলিং এর শিকার হন। বিশেষ করে অভিনেত্রীদেরই নিশানা করেন নেটিজেনরা। এগুলি যাতে বন্ধ হয় সেই বার্তাই তিনি দিয়েছেন।
বহু অভিনেতারাই এমন বডিশেমিং ও ট্রোলিং এর শিকার হন। বিশেষ করে অভিনেত্রীদেরই নিশানা করেন নেটিজেনরা। এগুলি যাতে বন্ধ হয় সেই বার্তাই তিনি দিয়েছেন।
advertisement
5/6
লিপ সার্জারি থেকে প্রেগন্যান্সির সময় ওজন বেড়ে যাওয়ার মতো একাধিক ইস্যু তুলে এনে নায়িকাদের তুলোধনা করতে ছাড়ে না নীতি পুলিশের দল। আবার জিম সেশনে ক্লিভ লাইন দেখা গেলেও সমস্যা সমালোচকদের।
লিপ সার্জারি থেকে প্রেগন্যান্সির সময় ওজন বেড়ে যাওয়ার মতো একাধিক ইস্যু তুলে এনে নায়িকাদের তুলোধনা করতে ছাড়ে না নীতি পুলিশের দল। আবার জিম সেশনে ক্লিভ লাইন দেখা গেলেও সমস্যা সমালোচকদের।
advertisement
6/6
কখনও ওজন বেড়ে যাওয়ার জন্য, আবার নিজের ইচ্ছে মতো পোশাক পরার জন্য ট্রোলড হয়েছেন এনাও। সম্প্রতি লিপ সার্জারি নিয়েও কথা শুনতে হয় তাঁকে।
কখনও ওজন বেড়ে যাওয়ার জন্য, আবার নিজের ইচ্ছে মতো পোশাক পরার জন্য ট্রোলড হয়েছেন এনাও। সম্প্রতি লিপ সার্জারি নিয়েও কথা শুনতে হয় তাঁকে।
advertisement
advertisement
advertisement