Sonalee Chaudhuri Good News: ছেলের মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী

Last Updated:
মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন৷
1/5
•চারিদিকে শুধু খারাপ খবরের মধ্যে এল ভাল খবর৷ মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী৷ বুধবার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি৷ জুন মাসে অভিনেত্রীর সন্তান জন্মের কথা জানা গেলেও, কিছুটা সময় আগেই কোলে এল ছেলে! দু’জনেই সুস্থ রয়েছেন৷
•চারিদিকে শুধু খারাপ খবরের মধ্যে এল ভাল খবর৷ মা হলেন অভিনেত্রী সোনালী চৌধুরী৷ বুধবার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি৷ জুন মাসে অভিনেত্রীর সন্তান জন্মের কথা জানা গেলেও, কিছুটা সময় আগেই কোলে এল ছেলে! দু’জনেই সুস্থ রয়েছেন৷
advertisement
2/5
•সোনালীর স্বামী রজত ঘোষ দস্তিদার পেশায় ফুটবলার৷ তিনি ফুটবলার অলিভার খানের ভক্ত৷ তাই ছেলের ডাক নাম রেখেছেন অলিভার! তবে ভাল নাম এখনও ঠিক হয়নি বা প্রকাশ্যে আনেননি দম্পতি৷
•সোনালীর স্বামী রজত ঘোষ দস্তিদার পেশায় ফুটবলার৷ তিনি ফুটবলার অলিভার খানের ভক্ত৷ তাই ছেলের ডাক নাম রেখেছেন অলিভার! তবে ভাল নাম এখনও ঠিক হয়নি বা প্রকাশ্যে আনেননি দম্পতি৷
advertisement
3/5
•একে করোনার সময়৷ তারপর গর্ভাস্থার থেকেই কাজে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী৷ তাই কোনও কাজ করছিলেন না তিনি৷ সেকথা নিজেই ফেসবুকে জানিয়ে দেন সোনালী৷
•একে করোনার সময়৷ তারপর গর্ভাস্থার থেকেই কাজে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী৷ তাই কোনও কাজ করছিলেন না তিনি৷ সেকথা নিজেই ফেসবুকে জানিয়ে দেন সোনালী৷
advertisement
4/5
•অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাই কেটেছে বাড়িতে৷ স্বামী রজতও নিয়েছেন স্ত্রীয়ের খেয়াল৷ সোনালী খেতে খুব ভালবাসেন৷ তাই প্রেগন্যান্সির সময় তিনি খেয়েছেন পুরোদমে৷
•অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাই কেটেছে বাড়িতে৷ স্বামী রজতও নিয়েছেন স্ত্রীয়ের খেয়াল৷ সোনালী খেতে খুব ভালবাসেন৷ তাই প্রেগন্যান্সির সময় তিনি খেয়েছেন পুরোদমে৷
advertisement
5/5
•এই খুশির খবরে তাঁর কাছের বন্ধু ও আত্মীয়রা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে৷ এর আগে যদিও তাঁর বন্ধু অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাঁকে এক থালা মিষ্টি উপহার দিয়েছিলেন৷ এবং সবটাই সোনালী খেয়েছেন বলে জানিয়েছিলেন ভাস্বর৷
•এই খুশির খবরে তাঁর কাছের বন্ধু ও আত্মীয়রা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে৷ এর আগে যদিও তাঁর বন্ধু অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তাঁকে এক থালা মিষ্টি উপহার দিয়েছিলেন৷ এবং সবটাই সোনালী খেয়েছেন বলে জানিয়েছিলেন ভাস্বর৷
advertisement
advertisement
advertisement