হোম » ছবি » বিনোদন » কালো বোল্ড ড্রেসে মোহময়ী পায়েল, ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন নায়িকা
কালো বোল্ড ড্রেসে মোহময়ী পায়েল, ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন নায়িকা
Bangla Editor
1/ 6
• জমজমাট জন্মদিন পালন করলেন নায়িকা পায়েল সরকার। ফ্যান ক্লাবের ভক্তদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। ফুল, কেক, ভক্তদের পাঠানো উপহারে ভরে গিয়েছিল পায়েলের বাড়ি।
2/ 6
• সম্প্রতি মুক্তি পেতে চলেছে পায়েল অভিনীত ছবি 'ম্যাজিক'। তাঁর আগেই নায়িকার জন্মদিনকে স্পেশ্যাল বানিয়ে তুললেন তাঁর ভক্তেরা।
3/ 6
• লাস্যময়ী পায়েল সেলিব্রেশনের পার্টিতে হয়ে উঠেছিলেন আরও সুন্দর। ব্ল্যাক নুডল স্ট্র্যাপ ড্রেস। তার সঙ্গে স্ট্রেট খোলা চুল। হালকা মেক আপ সঙ্গে বোল্ড রেড লিপ। পায়েলর এই রূপ দেখে বলতেই হয় ক্যায়া বাত।
4/ 6
• 'বিয়ে ডট কম'-এ শেষ দেখা গিয়েছে পায়েলকে। ওটিটি প্ল্যাটফর্ম-এ নিয়মিত কাজ করে থাকেন নায়িকা।
5/ 6
• ২০০৪ সালে 'শুধু তুমি' দিয়ে সিনে জগতে যাত্রা শুরু করেছিলেন পায়েল। তবে 'আই লভ ইউ' তাঁকে সাফল্যের অন্য চূড়ায় পৌঁছে দেয়।
6/ 6
• 'ক্রস কানেকশন', 'লে ছক্কা', 'বোঝে না সে বোঝে না'-র মতো সফল ছবির অংশ পায়েল। বহু বছর ধরে দর্শকের মনে নিজের জায়গা বজায় রেখেছেন নায়িকা।
কালো বোল্ড ড্রেসে মোহময়ী পায়েল, ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করলেন নায়িকা
• লাস্যময়ী পায়েল সেলিব্রেশনের পার্টিতে হয়ে উঠেছিলেন আরও সুন্দর। ব্ল্যাক নুডল স্ট্র্যাপ ড্রেস। তার সঙ্গে স্ট্রেট খোলা চুল। হালকা মেক আপ সঙ্গে বোল্ড রেড লিপ। পায়েলর এই রূপ দেখে বলতেই হয় ক্যায়া বাত।