কেউ রোগা হতে চান, কেউ বাদ্যযন্ত্র শেখায় উৎসাহী, কেউ বা আবার মনকে গুরুত্ব দেবেন, টলি নায়িকাদের নতুন বছরের রেসোলিউশন কী

Last Updated:
নতুন বছরে পা দেওয়ার আগেই শুরু হয়ে যায় প্রতিশ্রুতির খেলা। ইংরেজি পরিভাষায় যাকে বলে রেসোলিউশন। ২০২২-র শেষবেলায় টলিউডের কোন নায়িকা কী কী রেসোলিউশন নিলেন? শুনল নিউজ18 বাংলা।
1/7
আর কয়েকটা ঘণ্টা। তার পরেই পুরনো খোলস ছেড়ে নতুনের দিকে যাত্রা। যা কিছু নেতিবাচক, তা ঝেড়ে ফেলে নতুন করে ইতিবাচকতার দিকে পা ফেলা। কাউন্টডাউন শুরু। নতুন বছরে পা দেওয়ার আগেই শুরু হয়ে যায় প্রতিশ্রুতির খেলা। ইংরেজি পরিভাষায় যাকে বলে রেসোলিউশন। ২০২২-র শেষবেলায় টলিউডের কোন নায়িকা কী কী রেসোলিউশন নিলেন? শুনল নিউজ18 বাংলা।
আর কয়েকটা ঘণ্টা। তার পরেই পুরনো খোলস ছেড়ে নতুনের দিকে যাত্রা। যা কিছু নেতিবাচক, তা ঝেড়ে ফেলে নতুন করে ইতিবাচকতার দিকে পা ফেলা। কাউন্টডাউন শুরু। নতুন বছরে পা দেওয়ার আগেই শুরু হয়ে যায় প্রতিশ্রুতির খেলা। ইংরেজি পরিভাষায় যাকে বলে রেসোলিউশন। ২০২২-র শেষবেলায় টলিউডের কোন নায়িকা কী কী রেসোলিউশন নিলেন? শুনল নিউজ18 বাংলা।
advertisement
2/7
ইশা সাহা- প্রতি বছর শেষের সময়ে ভাবি, নতুন বছর থেকে ঠিক সময়ে ঘুমাব, ফোন বেশি ঘাঁটব না, ইত্যাদি। কিন্তু নিজেকে দেওয়া একটা কথাও রাখি না। তাই এবার আমার রেসোলিউশন, কোনও রেসোলিউশন না নেওয়া।
ইশা সাহা- প্রতি বছর শেষের সময়ে ভাবি, নতুন বছর থেকে ঠিক সময়ে ঘুমাব, ফোন বেশি ঘাঁটব না, ইত্যাদি। কিন্তু নিজেকে দেওয়া একটা কথাও রাখি না। তাই এবার আমার রেসোলিউশন, কোনও রেসোলিউশন না নেওয়া।
advertisement
3/7
বিবৃতি চট্টোপাধ্যায়- এমনই একটা নিয়ম মেনে চলব যাতে আমার শরীর এবং মন, দুই-ই ভাল থাকে। আমার ভাল থাকাটা সবথেকে বেশি জরুরি। তার সঙ্গে কাজ, পেশাগত জীবনে নিজের ১০০ শতাংশ দেওয়া।
বিবৃতি চট্টোপাধ্যায়- এমনই একটা নিয়ম মেনে চলব যাতে আমার শরীর এবং মন, দুই-ই ভাল থাকে। আমার ভাল থাকাটা সবথেকে বেশি জরুরি। তার সঙ্গে কাজ, পেশাগত জীবনে নিজের ১০০ শতাংশ দেওয়া।
advertisement
4/7
দর্শনা বণিক- জিম করব নিয়মিত। তার সঙ্গে অনেক কিছু শখ আমার আছে, যা চর্চায় থাকে না। নাচ, আঁকা, এই সবগুলি আবার করে চর্চা করব। তা ছাড়া নতুন একটা কোনও বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাই। আর অনেক বেশি বেশি কাজ করতে চাই। নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখব। আর মন যেন সবসময়ে ফুরফুরে থাকে, এই আমার রেসোলিউশন।
দর্শনা বণিক- জিম করব নিয়মিত। তার সঙ্গে অনেক কিছু শখ আমার আছে, যা চর্চায় থাকে না। নাচ, আঁকা, এই সবগুলি আবার করে চর্চা করব। তা ছাড়া নতুন একটা কোনও বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাই। আর অনেক বেশি বেশি কাজ করতে চাই। নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখব। আর মন যেন সবসময়ে ফুরফুরে থাকে, এই আমার রেসোলিউশন।
advertisement
5/7
সৌমিতৃষা কুন্ডু- শ্যুটিংয়ের জন্য পরিবারকে সময় দিতে পারি না। নতুন বছর থেকে শ্যুটিংয়ের পর বাবা-মাকে অনেকটা করে সময় দেব বলে ঠিক করেছি।
সৌমিতৃষা কুন্ডু- শ্যুটিংয়ের জন্য পরিবারকে সময় দিতে পারি না। নতুন বছর থেকে শ্যুটিংয়ের পর বাবা-মাকে অনেকটা করে সময় দেব বলে ঠিক করেছি।
advertisement
6/7
উষসী রায়- প্রচুর রেসোলিউশন নিয়েছি, কিন্তু একটাও মেনে চলতে পারি না। তাই এই বছর কোনও রেসোলিউশন নেব না বলেই ঠিক করেছি। ভাবিওনি এটা নিয়ে।
উষসী রায়- প্রচুর রেসোলিউশন নিয়েছি, কিন্তু একটাও মেনে চলতে পারি না। তাই এই বছর কোনও রেসোলিউশন নেব না বলেই ঠিক করেছি। ভাবিওনি এটা নিয়ে।
advertisement
7/7
ঈপ্সিতা মুখোপাধ্যায়- গত তিন-চার বছর ধরে গাড়ি চালানো শিখতে চাইছি। হয়ে উঠছে না। এবারের রেসোলিউশন নিয়েছে, শিখেই ছাড়ব। আর এর পাশাপাশি রোগা হওয়ার চেষ্টা করব। এরকম নয় যে আমার চেহারা নিয়ে নিজের অসন্তোষ রয়েছে, কিন্তু যাতে সব নির্মাতা আমাকে সব রকম চরিত্রের জন্য ভাবতে পারে, তার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই রোগা হব। একটু ভাবে দেখা দেব নতুন বছর।
ঈপ্সিতা মুখোপাধ্যায়- গত তিন-চার বছর ধরে গাড়ি চালানো শিখতে চাইছি। হয়ে উঠছে না। এবারের রেসোলিউশন নিয়েছে, শিখেই ছাড়ব। আর এর পাশাপাশি রোগা হওয়ার চেষ্টা করব। এরকম নয় যে আমার চেহারা নিয়ে নিজের অসন্তোষ রয়েছে, কিন্তু যাতে সব নির্মাতা আমাকে সব রকম চরিত্রের জন্য ভাবতে পারে, তার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই রোগা হব। একটু ভাবে দেখা দেব নতুন বছর।
advertisement
advertisement
advertisement