ছবির প্রচারের মাঝেই বড়দিন উদযাপন শুভশ্রীর... স্বামী-সন্তান-পরিবার নিয়ে খুশির মুহূর্ত ভাগ করলেন 'লেডি-সুপারস্টার'

Last Updated:
রংমিলান্তি পোশাকে সেজেছিলেন রাজ-শুভশ্রী। কেক, কুকিজ, মাফিন, ওয়াইন, চকোলেট সাজানো ছিল টেবিলে।
1/5
বড়দিনেই মুক্তি পেয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে। সেই ছবির প্রচার তো আছেই। তবে শুভশ্রীর কাছে পরিবারই সব।
বড়দিনেই মুক্তি পেয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে। সেই ছবির প্রচার তো আছেই। তবে শুভশ্রীর কাছে পরিবারই সব।
advertisement
2/5
রংমিলান্তি পোশাকে সেজেছিলেন রাজ-শুভশ্রী। আয়োজনও ছিল দারুণ। কেক, কুকিজ, মাফিন, ওয়াইন, চকোলেট সাজানো ছিল টেবিলে।
রংমিলান্তি পোশাকে সেজেছিলেন রাজ-শুভশ্রী। আয়োজনও ছিল দারুণ। কেক, কুকিজ, মাফিন, ওয়াইন, চকোলেট সাজানো ছিল টেবিলে।
advertisement
3/5
স্বামী-সন্তান শাশুড়ি, পরিবারের সকলকে নিয়েই ক্রিসমাসের আনন্দ উপভোগ করেছেন টলিউডের লেডি সুপারস্টার।
স্বামী-সন্তান শাশুড়ি, পরিবারের সকলকে নিয়েই ক্রিসমাসের আনন্দ উপভোগ করেছেন টলিউডের লেডি সুপারস্টার।
advertisement
4/5
রাজ-শুভশ্রী দুজনেই পরেছিলেন লাল। বাড়িতেও সাজানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। ইউভীন-ইয়ালিনিকে নিয়ে দারুণ পারিবারিক সময় কাটালেন নায়িকা।
রাজ-শুভশ্রী দুজনেই পরেছিলেন লাল। বাড়িতেও সাজানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। ইউভীন-ইয়ালিনিকে নিয়ে দারুণ পারিবারিক সময় কাটালেন নায়িকা।
advertisement
5/5
সবার বাড়িতেই ছোট সন্তান। তাই বড়দিনের আনন্দ এবার যেন বাড়তি। শিশুদের আনন্দ দিতে বাবা-মায়েরাই হয়ে উঠেছেন সিক্রেট সান্তা।যতই ব্যস্ততা থাকুক, যতই থাকুক ছবির প্রচারের চাপ, তবু এই দিনটা পরিবারের সঙ্গ ছাড়া অসম্পূর্ণ। এইদিনে সান্তা দু-হাতে উপহারে ভরিয়ে দেয় কচিকাচাদের। প্রতি বছরের মতো এ বারেও তার ব্যতিক্রম না।
সবার বাড়িতেই ছোট সন্তান। তাই বড়দিনের আনন্দ এবার যেন বাড়তি। শিশুদের আনন্দ দিতে বাবা-মায়েরাই হয়ে উঠেছেন সিক্রেট সান্তা।যতই ব্যস্ততা থাকুক, যতই থাকুক ছবির প্রচারের চাপ, তবু এই দিনটা পরিবারের সঙ্গ ছাড়া অসম্পূর্ণ। এইদিনে সান্তা দু-হাতে উপহারে ভরিয়ে দেয় কচিকাচাদের। প্রতি বছরের মতো এ বারেও তার ব্যতিক্রম না।
advertisement
advertisement
advertisement