Mimi Chakraborty: ২০২৪-এ গাঁটছড়া বাঁধবেন মিমি? টলিপাড়ায় বিয়ের মরশুমে গা ভাসাবেন কি নায়িকা, জানালেন খোদ

Last Updated:
Mimi Chakraborty: সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই জানালেন, আজ তাঁর বাড়িতে অতিথি সমাগম হবে। শিলিগুড়ি এবং কলকাতারই তুতো ভাই-বোনেরা এবং মা-বাবার সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া হবে।
1/7
আর কয়েক ঘণ্টায় নতুন বছর। নতুন জীবন। অথবা পুরনো জীবনকেই নতুন করে সাজানো। পিছনে ফেলে আসা বছরটিকে বিদায় জানানোর পালা। আর সেই উদযাপনে ব্যস্ত গোটা শহর। টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার, নায়িকা, অভিনেত্রী, তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী কীভাবে বছরের শেষটা কাটাচ্ছেন?
আর কয়েক ঘণ্টায় নতুন বছর। নতুন জীবন। অথবা পুরনো জীবনকেই নতুন করে সাজানো। পিছনে ফেলে আসা বছরটিকে বিদায় জানানোর পালা। আর সেই উদযাপনে ব্যস্ত গোটা শহর। টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার, নায়িকা, অভিনেত্রী, তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী কীভাবে বছরের শেষটা কাটাচ্ছেন?
advertisement
2/7
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই জানালেন, আজ তাঁর বাড়িতে অতিথি সমাগম হবে। শিলিগুড়ি এবং কলকাতারই তুতো ভাই-বোনেরা এবং মা-বাবার সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া হবে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই জানালেন, আজ তাঁর বাড়িতে অতিথি সমাগম হবে। শিলিগুড়ি এবং কলকাতারই তুতো ভাই-বোনেরা এবং মা-বাবার সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া হবে।
advertisement
3/7
বাড়িতেই বানানো কিছু চাইনিজ খাবার, সঙ্গে প্লাম কেকও বানাবেন মিমি। নায়িকার কথায়, ‘‘এই জমায়েতের বিশেষত্ব এখানেই যে, নিজের ইচ্ছে মতো থাকতে পারি, মনের কথা বলতে পারি, আর কোনও মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে না।’’
বাড়িতেই বানানো কিছু চাইনিজ খাবার, সঙ্গে প্লাম কেকও বানাবেন মিমি। নায়িকার কথায়, ‘‘এই জমায়েতের বিশেষত্ব এখানেই যে, নিজের ইচ্ছে মতো থাকতে পারি, মনের কথা বলতে পারি, আর কোনও মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে না।’’
advertisement
4/7
নতুন বছরে মিমির আলাদা করে কোনও রেসোলিউশন নেই। তিনি সারা বছরের জন্য রেসোলিউশন নেন, এবং সেটা মেনে চলাতেই অনড় থাকেন অভিনেত্রী।
নতুন বছরে মিমির আলাদা করে কোনও রেসোলিউশন নেই। তিনি সারা বছরের জন্য রেসোলিউশন নেন, এবং সেটা মেনে চলাতেই অনড় থাকেন অভিনেত্রী।
advertisement
5/7
তাঁকে প্রশ্ন করা হয়, এত সাফল্যের পর এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে তাঁর সবথেকে ভাল বন্ধু কে বা কারা? মিমির সপাট উত্তর, ‘‘কেবল আমার পরিবার।’’
তাঁকে প্রশ্ন করা হয়, এত সাফল্যের পর এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে তাঁর সবথেকে ভাল বন্ধু কে বা কারা? মিমির সপাট উত্তর, ‘‘কেবল আমার পরিবার।’’
advertisement
6/7
প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেন, টলিউডের বিয়ের মরশুম চলছে। তিনিও কি গাঁটছড়া ভাবার কথা ভাবছেন নতুন বছরে? নায়িকার কথায়, ‘‘যাঁরা যাঁরা বিয়ে করেছেন বা করবেন, সবাইকে জানাই অভিনন্দন।’’
প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেন, টলিউডের বিয়ের মরশুম চলছে। তিনিও কি গাঁটছড়া ভাবার কথা ভাবছেন নতুন বছরে? নায়িকার কথায়, ‘‘যাঁরা যাঁরা বিয়ে করেছেন বা করবেন, সবাইকে জানাই অভিনন্দন।’’
advertisement
7/7
‘‘কিন্তু এখন বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তা ছাড়া আমি এখনও কারও সঙ্গে প্রেমও করি না, ফলে বিয়ে কীকরে করব?’’ উত্তরে নিজেই হেসে ফেলেন মিমি।
‘‘কিন্তু এখন বিয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। তা ছাড়া আমি এখনও কারও সঙ্গে প্রেমও করি না, ফলে বিয়ে কীকরে করব?’’ উত্তরে নিজেই হেসে ফেলেন মিমি।
advertisement
advertisement
advertisement