একজন নায়কের মা, স্ত্রী এবং প্রেমিকার চরিত্রে অভিনয়, ৫৩ বছর বয়সেও একই রকম মোহময়ী তিনি; সেই সুন্দরী অভিনেত্রীর নাম জানা আছে কি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Guess the Actress: তামিল সিনেমার জগতে আলাদা করে অভিনেত্রী টাবুর আলাদা করে আর পরিচয়ের প্রয়োজন পড়ে না। ‘কান্দুকোন্দাইন কান্দুকোন্দাইন’ ছবিতে অভিনেতা অজিতের সঙ্গে অভিনেত্রীর রোম্যান্টিক দৃশ্যগুলিই তাঁর অভিনয় দক্ষতা বোঝানোর জন্য যথেষ্ট। মাত্র ১১ বছর বয়সে রুপোলি জগতে কাজ শুরু করেন টাবু।
এমন বহু অভিনেত্রী সিনে দুনিয়ায় পা রেখেছেন, যাঁরা বেশ কিছু বছর চুটিয়ে অভিনয় করার পর আচমকাই উধাও হয়ে গিয়েছেন। যদিও এঁদের মধ্যে কেউ কেউ আবার কয়েক বছর পর কামব্যাকও করেছেন আর নিজের খ্যাতিও তৈরি করেছেন। আজকের প্রতিবেদনে যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে, তিনি বলিউড থেকে দক্ষিণী ছবির জগতে দাপিয়ে কাজ করে গিয়েছেন। আবার একই অভিনেতার মা, স্ত্রী এবং প্রেমিকা - এই তিন চরিত্রে কাজ করেছেন। এখানে কথা হচ্ছে অভিনেত্রী তবস্সুম ফতিমা হাশমি ওরফে টাবুর। (Photo: Instagram)
advertisement
advertisement
অভিনেত্রীর প্রথম ছবি ‘বাজার’ মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। এরপর মাত্র ১৪ বছর বয়সে তাঁর দ্বিতীয় ছবি মুক্তি পেয়েছিল। যদিও এই দুই ছবিতেই শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তেলুগু ইন্ডাস্ট্রিতে নায়িকা ভূমিকায় অভিনয় করেছিলেন টাবু। ‘কুলি নম্বর ১’ ছবিতে ভেঙ্কটেশের সঙ্গে ডেবিউ করেছিলেন তিনি। আর এই ছবির সাফল্যই তাঁকে বলিউডে জায়গা করে দিয়েছিল।
advertisement
advertisement
advertisement
কিন্তু একজন অভিনেতার বিপরীতে টাবু ৩টি চরিত্রে অভিনয় করেছিলেন। আসলে ওই অভিনেতার মা, স্ত্রী এবং প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর সেই অভিনেতা হলেন নন্দমুরি বালাকৃষ্ণ। যিনি সকলের কাছে বালাইয়া বলে পরিচিত। তেলুগু সিনেমা দুনিয়ার একজন সুপারস্টার তিনি। একাধিক ছবিতে টাবুর সঙ্গে কাজও করেছেন। এই সকল ছবির মধ্যে অন্যতম হল ‘চেঙ্কেশব রেড্ডি’। এই ছবিটি পরিচালনা করেছিলেন ভি.ভি বিনায়ক। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে ২টি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর অভিনেতার দ্বৈত ভূমিকার মা এবং স্ত্রী চরিত্রে দেখা গিয়েছিল টাবুকে। আবার কে রাঘবেন্দ্র রাও পরিচালিত বায়োপিক ছবি ‘পাণ্ডুরঙ্গাড়ু’-তে বালাকৃষ্ণের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন টাবু। (Photo: Instagram)