Bollywood Gossip: 'সুপারস্টার' বাবার 'সুপার ফ্লপ' মেয়ে! ৯ বছরে ফ্লপের পর ফ্লপ সিনেমা, তবুও সম্পত্তির শেষ নেই এই নায়িকার, কে বলুন তো?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bollywood Gossip: সুপারস্টার হ্যান্ডসাম বাবা, ৯ বছরে একটিও হিট ছবি নেই 'সুপার ফ্লপ' মেয়ের, তবুও সম্পত্তির শেষ নেই এই নায়িকার। মঙ্গলবার ছিল এই বলিউড অভিনেত্রীর জন্মদিন। বাবার প্রথম ছবি বক্স অফিসে দারুণ হিট হলেও এই স্টারকিডের কেরিয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়
*সুপারস্টার হ্যান্ডসাম বাবা, ৯ বছরে একটিও হিট ছবি নেই 'সুপার ফ্লপ' মেয়ের, তবুও সম্পত্তির শেষ নেই এই নায়িকার। মঙ্গলবার ছিল এই বলিউড অভিনেত্রীর জন্মদিন। বাবার প্রথম ছবি বক্স অফিসে দারুণ হিট হলেও এই স্টারকিডের কেরিয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে যায়। প্রথম ছবি থেকেই পর পর ফ্লপ ছবি উপহার দিয়েছে দর্শকদের। তাও অর্থের শেষ নেই তাঁর। প্রতি মাসে কোটি কোটি তাকা রোজগার। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*২০১৯ সালের পর থেকে কোনও ছবিতে দেখা যায়নি আথিয়া শেট্টিকে। সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। বলিউডে মুদ্রা তৈরি করতে না পারলেও বিলাসবহুল জীবনযাপনের শখ আথিয়া শেঠির। ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আয় করেন তিনি। কোইমোই-এর রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। (ছবি সৌজন্যে-instagram@athiyashetty)
advertisement