রবি তেজার ১০০ কোটি বাজেটের ছবিও সুপার ফ্লপ, কাকুতি-মিনতি করে ওটিটি-তে চুক্তি, এখন কী করবেন অভিনেতা?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল রবি তেজার বিগ বাজেটের অ্যাকশনধর্মী ছবি ‘ঈগল’। কিন্তু কুড়ি দিনেই পঞ্চত্বপ্রাপ্তি ঘটেছে সিনেমার। দর্শক হলমুখো হননি, ওঠেনি বাজেটের ২৫ শতাংশও। প্রযোজকের মাথায় হাত।
advertisement
advertisement
আপাতত অটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ঈগল’। তবে শুরুতে কোনও ওটিটি প্ল্যাটফর্মই এই সিনেমা কিনতে রাজি ছিল না। অনেক আবেদন-নিবেদনের পর একটি প্ল্যাটফর্ম রাজি হয়। তবে কম বাজেটের চুক্তি হওয়ার কারণে টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি। ১০০ কোটি টাকায় তৈরি হয় ‘ঈগল’। ছবি তৈরিতে ব্যয় হয় ৮০ কোটি, আর বাকি ২০ কোটি প্রোডাকশনে। কিন্তু ১৫ দিনে মাত্র ২৫ কোটি টাকা উঠেছে।
advertisement
বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘ঈগল’। অনেক কাঠখড় পুড়িয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইটিভি উইনকে ছবির ওটিটি সত্ত্ব বিক্রি করেছেন নির্মাতারা। এই নিয়ে টানা তৃতীয়বার ফ্লপ রবি তেজার সিনেমা। এর আগে মুক্তি পেয়েছে রবি তেজার 'টাইগার নাগেশ্বরা রাও'। ৫০ কোটি বাজেটের এই ছবি মাত্র ৪৭ কোটি টাকা ঘরে তুলতে পেরেছিল। এটাও ছিল প্যান ইন্ডিয়া ফিল্ম।
advertisement
advertisement