পহেলগাঁও জেলে চলছিল শ্যুটিং, সেই সময়ই আকস্মিক মৃত্যু নায়িকার ! শেষ পর্যন্ত রবিনা ট্যান্ডনের সঙ্গে হিট ছবিটি করতে হয়েছিল সুনীল শেঠিকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Suniel Shetty Actress Life Story: ‘বলবান’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সুনীল শেঠি। ওই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল সুন্দরী অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে। আর এই হিট জুটিকেই মোহরা ছবির জন্য চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু ছবির শ্যুটিং চলাকালীনই অভিনেত্রী আকস্মিক ভাবে মারা যান। রেডিও নাশা-র সঙ্গে আলাপচারিতায় দিব্যার সঙ্গে শ্যুটিংয়ের শেষ দিনের কথা তুলে ধরলেন সুনীল শেঠি।
অভিনেতা সুনীল শেঠির কেরিয়ারের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল ‘মোহরা’। এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল রবিনা ট্যান্ডনকে। তবে ‘মোহরা’ ছবির জন্য নায়িকা হিসেবে প্রথম পছন্দ তিনি ছিলেন না। আসলে যাঁকে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল, তাঁর আকস্মিক মৃত্যুর পরেই রবিনাকে এই ছবির জন্য নেওয়া হয়েছিল। এদিকে রবিনার সঙ্গে সুনীল শেঠির ভাল বন্ধুত্ব ছিল। ‘মোহরা’ ছবির শ্যুটিং চলাকালীন অভিনেতা সমস্ত কলাকুশলীর সঙ্গে হামেশাই মজা এবং খুনসুটি করতেন। এবার পহেলগাঁও জেলে শ্যুটিংয়ের সময় সেই অভিনেত্রীর সাহসী মনোভাবের কথাই তুলে ধরলেন অভিনেতা।
advertisement
‘বলবান’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সুনীল শেঠি। ওই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল সুন্দরী অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে। আর এই হিট জুটিকেই মোহরা ছবির জন্য চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু ছবির শ্যুটিং চলাকালীনই অভিনেত্রী আকস্মিক ভাবে মারা যান। রেডিও নাশা-র সঙ্গে আলাপচারিতায় দিব্যার সঙ্গে শ্যুটিংয়ের শেষ দিনের কথা তুলে ধরলেন সুনীল শেঠি। আর অভিনেত্রীর জীবনের শেষ শ্যুটিং হয়েছিল পহেলগাঁও জেলে।
advertisement
স্মৃতি হাতড়ে সুনীল শেঠি বলেন যে, “পহেলগাঁও জেলে শ্যুটিং করেছিলাম। কিন্তু দিব্যা ছিলেন নির্ভীক। জেলে আসল অপরাধীরা ছিল। তবুও দিব্যা কিন্তু একেবারেই ভয় পেয়ে যাননি। আসলে জীবনীশক্তিতে ভরপুর ছিলেন উনি এবং দারুণ মজাও করতেন। কখনও কখনও আমরা রাজীব আর শাব্বিরকে জ্বালানোর নানা ফিকির খুঁজতাম। আর এতে আমাদের পরিকল্পনা একই থাকত।”
advertisement
শুধু তা-ই নয়, বর্ষীয়ান অভিনেতা আরও বলে চলেন যে, “দিব্যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারে স্বপ্নের মতো।” ‘মোহরা’ ছবি পরিচালনা করেছিলেন রাজীব রাই। যা বড়সড় হিট বলে প্রমাণিত হয়েছিল। এই ছবিতে সুনীলের পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, নাসিরুদ্দিন শাহ, রবিনা ট্যান্ডন। তবে দিব্যার প্রয়াণের পরে এই ছবিতে পা রাখেন রবিনা।
advertisement
advertisement
আর এহেন প্রতিভাশালী অভিনেত্রীর মৃত্যুতে হিন্দি সিনেমার দুনিয়ায় যেন একটা ফাঁকা স্থান তৈরি হয়। এমনকী এর গভীর প্রভাব পড়েছিল অভিনেতা সুনীল শেঠির উপরেও। বর্তমানে সক্রিয় তিনি। অভিনেতার পরবর্তী ছবি হল ‘কেশরী বীর’। এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩ মে ২০২৫ তারিখ। আর ‘কেশরী বীর’ ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন সুরজ পাঞ্চোলি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয় এবং আকাঙ্ক্ষা শর্মাকে।