গৃহবন্দি সুদীপ্তা ! মেয়েকে সঙ্গে নিয়ে নাচে-গানে মেতে উঠলেন অভিনেত্রী
- Published by:Akash Misra
Last Updated:
গোটা বছরই শুটিংয়ে ব্যস্ত থাকা ব্যস্ত থাকা। অভিনয় করা তো রয়েছে। আবার অভিনয়ের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। সুদীপ্তা চক্রবর্তী।
গোটা বছরই শুটিংয়ে ব্যস্ত থাকা অভিনয় করা তো রয়েছে। আবার অভিনয়ের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। সুদীপ্তা চক্রবর্তী। করোনা সবকিছু অচল করে দিয়েছে ঠিকই। তবে নিরিবিলিতে একটু সময় কাটানোর সুযোগ করে দিয়েছে অনেককেই। যেমন কাটাচ্ছেন সুদীপ্তা ও তাঁর মেয়ে শাহিদা। শুধু সময় কাটানো নয়, যাকে বলে কোয়ালিটি টাইম। মেয়েকে নিয়ে নানা রকম ভিডিও বানাচ্ছেন এই অভিনেত্রী। 'ওরে গৃহবাসী' গানের তালে তালে নাচ করলেন ছোট্ট শাহিদা। চিত্রগ্রাহক সুদীপ্তা নিজে।
advertisement
প্রি নার্সারি শেষ করে, ছোট শাহিদা অপেক্ষা করছে তার নতুন ক্লাস শুরু হওয়ার জন্য। এপ্রিল মাস থেকেই শুরু হওয়ার কথা ছিল নার্সারির ক্লাস। তবে করোনা এসে পড়ায় স্কুলে যাওয়া তো দূরের কথা, একেবারে গৃহবন্দী এই পুঁচকি মেয়েটা। ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস, কিছুই হচ্ছে না। বন্ধুদের সাথে খেলা ও বন্ধু।সময় কাটবে কী করে? তাই মা সুদীপ্তা বাড়িতে শাহিদার মন বসানোর জন্য ভেবে বার করলেন নাচ, গান, কবিতা, সাজগোজ সবকিছু একসাথে মিলিয়ে সৃজনশীল জিনিসপত্র। শাহিদারও এসব ভারি পছন্দ। অভিনেতা হয়ে গেলেন পরিচালক এইসব মিষ্টি কাজকর্ম ফ্রেমবন্দি করতে শুরু করলেন সুদীপ্তা।
advertisement
সুদীপ্তর কথায়, 'আমার মেয়ে ভীষণ সাজগোজ ভালবাসে। আর এই ভিডিও বানাতে গেলে ওকে সাজতে হবে। এই বিষয়টা যে কি ভালো লাগছে ওর সেটা বলে বোঝাতে পারবো না। আমার হয়ে গিয়েছে ডেলিভারি করার চাপ। ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছে আজকে আমরা কি করব? এসব নতুন নতুন জিনিস করতে ভালই লাগছে। তবে কতদিন স্টক থাকবে সেটাই ভাবছি। এসব ঠিক আছে ও নিজের মর্জির মালিক। ওকে যদি কেউ কিছু করতে বলে, তবে কিছুতেই করবে না। এইতো সকাল বেলা বিদিপ্তাদি ফোনে ওকে বললো আমাকে 'আয় তবে সহচরী' গানটা একটু শোনাবে? বলল না লজ্জা করছে।
advertisement
নানান সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত সুদীপ্তা, তবে মেয়ের খাওয়া-দাওয়া সংক্রান্ত ফাইফরমায়েশ তিনি একেবারেই মেটান না। রান্নার ডিপার্টমেন্ট পুরোটাই সামলান সুদীপ্তার স্বামী অভিষেক। মেয়েও নাকি বাবার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে। সুদীপ্তা ঘর গুছিয়ে, মেয়ের সাথে খুনসুটি করে , কোয়ারেন্টাইন এর সময় টা ভালোই কাটাচ্ছেন।
advertisement
সুদীপ্তা জানালেন, 'আমি শাহিদাকে একটু পজিটিভলি ব্যস্ত রাখার চেষ্টা করছি। ও আঁকছে, ব্লকস বানাচ্ছে, গান, নাচ, কবিতা শিখছে। সময়টা কেটে যাচ্ছে ওর। আর বাড়িতে যদি একটা ছটফটে বাচ্চা থাকে তাকে নিয়ে এমনি এমনি সময় কেটে যায়। তাই আমার সময়টা ভালোই কাটছে। সম্প্রতি 'সার্চিং ফর হাপিনেস' নামে একটি ছবিতে কাজ করেছে সুদীপ্তা কন্যা শাহিদা নীরা। তার ভিডিওগুলো দেখে বেশ বোঝা যাচ্ছে মায়ের অভিনেত্রী সত্ত্বাটা কিছুটা হলেও পেয়েছে মেয়ে।