অন্নপ্রাশনে কোন বস্তুটি স্পর্শ করল সুদীপার ছেলে আদিদেব ?
Bangla Editor
1/ 5
♦ ধীরে ধীরে বড় হয়ে উঠছে ৷ তবে এখনই খুব অ্যাটিটিউড ৷ এমনকী হাবভাবটা এমন যেন, কত্ত বড়! কিছুদিন আগেই চট্টোপাধ্যায় পরিবারে এসেছে নতুন সদস্য ৷ অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে ছোট্ট আদিদেবকে নিয়ে মাতোয়ারা গোটা পরিবার ৷
2/ 5
♦ কিছুদিন আগে আদিদেবের মজার আচরণ নিয়ে জানাচ্ছিলেন সুদীপা ৷ আর এর মধ্যেই সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেবের অন্নপ্রশান হয়ে গেল ৷ সে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
3/ 5
♦ প্রথমবার ভাত খেল চট্টোপাধ্যায় বাড়ির ছোট্ট সদস্য ৷ পঞ্চব্যঞ্জন সাজিয়ে তার সামনে রাখা হয়েছিল ৷ বাঙালি রেওয়াজ মেনে রাখা হয়েছিল বই, পেন, টাকার মতোর বস্তুও ৷
4/ 5
♦ প্রচলিত মতানুযায়ী, অন্নপ্রশানের দিন ওই ছোট্ট সদস্য যে বস্তুটি হাত দিয়ে স্পর্শ করে, বলা হয় নাকি সে শিশুর সেই বিষয়ের প্রতিই ঝোঁক বাড়ে ৷
5/ 5
♦ অন্নপ্রাশনের দিন সুদীপার ছেলে আদিদেবই বা কী ধরেছিল ? ফোনের ওপার থেকে সুদীপা জানালেন,শঙ্খ ঘোষের একটি বই রাখা হয়েছিল ৷ আর সেই বইটিই হাত দিয়ে স্পর্শ করে ছোট্ট আদিদেব ৷ তথ্য: অমৃত হালদার ৷