Subhashree Ganguly: অপেক্ষার অবসান! অবশেষে ছোট্ট ইয়ালিনির ছবি সামনে আনলেন শুভশ্রী... আদরে ভরালেন ভক্তেরা

Last Updated:
মেয়ের বয়স এখন সাড়ে তিন মাস। মাঝে মধ্যে আপডেট দিলেও এখনও পর্যন্ত ইয়ালিনির ছবি পোস্ট করেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে সেই অপেক্ষার অবসান হল। তবে মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। একটি মিষ্টি ঝুঁটি শুধু দেখা যাচ্ছে।
1/6
গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি।
গত বছরের ৩০ নভেম্বর ফের দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে এসেছে মেয়ে ইয়ালিনি।
advertisement
2/6
মেয়ের বয়স এখন সাড়ে তিন মাস। মাঝে মধ্যে আপডেট দিলেও এখনও পর্যন্ত ইয়ালিনির ছবি পোস্ট করেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে সেই অপেক্ষার অবসান হল। তবে মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। একটি মিষ্টি ঝুঁটি শুধু দেখা যাচ্ছে।
মেয়ের বয়স এখন সাড়ে তিন মাস। মাঝে মধ্যে আপডেট দিলেও এখনও পর্যন্ত ইয়ালিনির ছবি পোস্ট করেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে সেই অপেক্ষার অবসান হল। তবে মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। একটি মিষ্টি ঝুঁটি শুধু দেখা যাচ্ছে।
advertisement
3/6
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি বুদ্ধদেব গুহের প্রেমের গল্প 'বাবলি'র মাধ্যমে কামব্যাক করছেন।
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে এবার তিনি বুদ্ধদেব গুহের প্রেমের গল্প 'বাবলি'র মাধ্যমে কামব্যাক করছেন।
advertisement
4/6
বাবলি ছাড়াও শুভশ্রীর হাতে রয়েছে দেবালয় ভট্টাচার্যের ছবি ‘আলেয়া’।
বাবলি ছাড়াও শুভশ্রীর হাতে রয়েছে দেবালয় ভট্টাচার্যের ছবি ‘আলেয়া’।
advertisement
5/6
কিছুদিন আগে স্বামী-সন্তানের সঙ্গে ঘুরে এসেছেন পাটায়া থেকেও। দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে অন্তঃসত্ত্বা শুভশ্রী বড় পর্দায় কাজ সেভাবে করেননি।
কিছুদিন আগে স্বামী-সন্তানের সঙ্গে ঘুরে এসেছেন পাটায়া থেকেও। দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে অন্তঃসত্ত্বা শুভশ্রী বড় পর্দায় কাজ সেভাবে করেননি।
advertisement
6/6
৭ মার্চ, ২০১৮ বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী এনগেজমেন্ট হয়। ১১ই মে ২০১৮ তাঁদের সামাজিক বিবাহ হয়। সুখে সংসার করছেন তাঁরা। ইউভানের পরে তাঁদের জীবনে এসেছে ইয়ালিনি।
৭ মার্চ, ২০১৮ বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী এনগেজমেন্ট হয়। ১১ই মে ২০১৮ তাঁদের সামাজিক বিবাহ হয়। সুখে সংসার করছেন তাঁরা। ইউভানের পরে তাঁদের জীবনে এসেছে ইয়ালিনি।
advertisement
advertisement
advertisement