হোম » ছবি » বিনোদন » "ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
"ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
Bangla Editor
1/ 6
দীর্ঘ ক্যান্সার চিকিত্সা থেকে ব্রেক নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন সোনালি বেন্দ্রে৷ দেশেই ফিরেই জানিয়েছেন, লড়াই এখনও চলছে৷ এবার তিনি সামনে আনলেন ক্যান্সারের লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তিকে৷ যিনি সব সময় পাশে থেকে সাহস জুগিয়েছেন তিনি৷
2/ 6
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে সোনালি পরিচয় করান তাঁর বড়দি রূপার সঙ্গে৷ সোনালি লেখেন, আমার জন্য সব কিছু ছেড়ে এককথায় নিউ ইয়র্ক গিয়ে থাকতে তৈরি হয়েছিল৷ আমার শক্তি...আমার নিজের রূপা তাই৷ আমার ক্যান্সার জার্নির অবিচ্ছেদ্য সঙ্গী৷
3/ 6
এই কঠিন সময়ে আমি দেখেছি কীভাবে একের এক চরিত্র অবতীর্ণ হয়েছে রূপা৷ একদিকে যেমন আমাকে শাসন করে ওষুধ খাইয়েছে, তেমনই অন্যদিকে আমার সংবেদনশীল মুহূর্তে তাঁর মর্মস্পর্শী উপদেশ আমাকে ছুঁয়ে গিয়েছে৷
4/ 6
আবার যখন নিজের সঙ্গে সময় দরকার হয়েছে তখন পাশে থেকে জুগিয়ে গিয়েছেন সাইলেন্ট সাপোর্ট৷ সোনালির সঙ্গে রূপার সম্পর্ক এতটাই স্পেশাল৷
5/ 6
সোনালি জানান, তিনি দিদির কাছে সব সময়ই ঋণী৷ তাঁরা যেন একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ভাল-খারার সব সময় শুধু তাঁর উপস্থিতিই জানান দিয়েছে বোনেদের সম্পর্কের ভিত ঠিক কতটা পোক্ত হয়৷
6/ 6
এখন আমরা মুম্বই ফিরে এসেছি৷ আমাদের নিজেদের নিজেদের পরিবারের কাছে, নিজেদেের জীবনে ব্যস্ত হয়ে পড়েছি৷ কিন্তু নিউ ইয়র্কে যে ৬ মাস সময় আমরা একসঙ্গে কাটিয়েছি তার জন্য আমি সারাজীবন ঋণী হয়ে থাকব৷
"ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
দীর্ঘ ক্যান্সার চিকিত্সা থেকে ব্রেক নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন সোনালি বেন্দ্রে৷ দেশেই ফিরেই জানিয়েছেন, লড়াই এখনও চলছে৷ এবার তিনি সামনে আনলেন ক্যান্সারের লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তিকে৷ যিনি সব সময় পাশে থেকে সাহস জুগিয়েছেন তিনি৷
"ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে সোনালি পরিচয় করান তাঁর বড়দি রূপার সঙ্গে৷ সোনালি লেখেন, আমার জন্য সব কিছু ছেড়ে এককথায় নিউ ইয়র্ক গিয়ে থাকতে তৈরি হয়েছিল৷ আমার শক্তি...আমার নিজের রূপা তাই৷ আমার ক্যান্সার জার্নির অবিচ্ছেদ্য সঙ্গী৷
"ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
এই কঠিন সময়ে আমি দেখেছি কীভাবে একের এক চরিত্র অবতীর্ণ হয়েছে রূপা৷ একদিকে যেমন আমাকে শাসন করে ওষুধ খাইয়েছে, তেমনই অন্যদিকে আমার সংবেদনশীল মুহূর্তে তাঁর মর্মস্পর্শী উপদেশ আমাকে ছুঁয়ে গিয়েছে৷
"ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
সোনালি জানান, তিনি দিদির কাছে সব সময়ই ঋণী৷ তাঁরা যেন একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ভাল-খারার সব সময় শুধু তাঁর উপস্থিতিই জানান দিয়েছে বোনেদের সম্পর্কের ভিত ঠিক কতটা পোক্ত হয়৷
"ক্যান্সারের লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি, আমার সাহস"...কাকে বললেন সোনালি
এখন আমরা মুম্বই ফিরে এসেছি৷ আমাদের নিজেদের নিজেদের পরিবারের কাছে, নিজেদেের জীবনে ব্যস্ত হয়ে পড়েছি৷ কিন্তু নিউ ইয়র্কে যে ৬ মাস সময় আমরা একসঙ্গে কাটিয়েছি তার জন্য আমি সারাজীবন ঋণী হয়ে থাকব৷