Ananya Chakraborty: প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুম্বন! অনন্যার ছবি দেখেই ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়

Last Updated:
Ananya Chakraborty: প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুম্বনে মত্ত অনন্যা৷ এই ছবি দেখেই সমালোচনার মুখে পড়েছেন গায়িকা৷ রোম্যান্টিক মুহূর্তের ছবি দেখে শুরু হয়েছে চর্চা৷
1/5
২০২৪ সালের শুরুতে বছরের প্রথম দিনেই চরম কটাক্ষের মুখে পড়লেন সারেগামাপা খ্যাত গায়িকা অনন্যা চক্রবর্তী৷ বছর শুরুতেই এমনটা হয়তো ঘটবে তা ভাবতেও পারেননি গায়িকা৷
২০২৪ সালের শুরুতে বছরের প্রথম দিনেই চরম কটাক্ষের মুখে পড়লেন সারেগামাপা খ্যাত গায়িকা অনন্যা চক্রবর্তী৷ বছর শুরুতেই এমনটা হয়তো ঘটবে তা ভাবতেও পারেননি গায়িকা৷
advertisement
2/5
২০২৩ সালের ১ জানুয়ারি প্রেমিক বিশাল সিংয়ের সঙ্গে রিলেশনশিপে জড়ান অনন্যা৷ এবার বছর ঘুরতেই বর্ষপূর্তি সেলিব্রেশন৷ ব্যক্তিগত মুহূর্তের  ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গায়িকা৷ আর তারপরই ধেয়ে এল কটাক্ষ৷
২০২৩ সালের ১ জানুয়ারি প্রেমিক বিশাল সিংয়ের সঙ্গে রিলেশনশিপে জড়ান অনন্যা৷ এবার বছর ঘুরতেই বর্ষপূর্তি সেলিব্রেশন৷ ব্যক্তিগত মুহূর্তের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গায়িকা৷ আর তারপরই ধেয়ে এল কটাক্ষ৷
advertisement
3/5
প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুম্বনে মত্ত অনন্যা৷ এই ছবি দেখেই সমালোচনার মুখে পড়েছেন গায়িকা৷ রোম্যান্টিক মুহূর্তের ছবি দেখে শুরু হয়েছে চর্চা৷ শালীনতার সীমা পাড় করেছেন বলে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গাঢ় চুম্বনে মত্ত অনন্যা৷ এই ছবি দেখেই সমালোচনার মুখে পড়েছেন গায়িকা৷ রোম্যান্টিক মুহূর্তের ছবি দেখে শুরু হয়েছে চর্চা৷ শালীনতার সীমা পাড় করেছেন বলে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
advertisement
4/5
কেক কেটে বিশেষ দিন সেলিব্রেট করেছেন অনন্যা ও বিশাল৷ রেড ভেলভেট কেটের ছবিও এদিন পোস্ট করেছেন গায়িকা লেখেন- 'আমরা এক বছর পূর্ণ করলাম৷ তোমাকে আজীবন এভাবেই ভালবেসে যাব৷' মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
কেক কেটে বিশেষ দিন সেলিব্রেট করেছেন অনন্যা ও বিশাল৷ রেড ভেলভেট কেটের ছবিও এদিন পোস্ট করেছেন গায়িকা লেখেন- 'আমরা এক বছর পূর্ণ করলাম৷ তোমাকে আজীবন এভাবেই ভালবেসে যাব৷' মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
5/5
কালো প্যান্ট, সাদা রঙের সোয়েটার এদিন সেজেছিলেন অনন্যা৷ অন্যদিকে মেরুন রঙের শার্ট এবং কালো জিন্স পরেছিলেন বিশাল৷ নিজেদের স্পেশ্যাল মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যালে পোস্ট করতেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া৷
কালো প্যান্ট, সাদা রঙের সোয়েটার এদিন সেজেছিলেন অনন্যা৷ অন্যদিকে মেরুন রঙের শার্ট এবং কালো জিন্স পরেছিলেন বিশাল৷ নিজেদের স্পেশ্যাল মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যালে পোস্ট করতেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া৷
advertisement
advertisement
advertisement