কালো লেহেঙ্গার সঙ্গে ফুল স্লিভ চোলি। জমকালো সাজে ধরা দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মুগ্ধ হল নেটিজেন।
লেহেঙ্গার সঙ্গে হালকা মেক আপ, কানে বড় দুল। টেনে বাঁধা চুল। সব মিলিয়ে এই সাজে শ্রদ্ধা যেন অনন্যা।
প্যাস্টেল শেড-এর ফ্লোরল ডিজাইনের লেহেঙ্গায় যেন ডানাকাটা পরী শ্রদ্ধা কাপুর।
ফ্লোরাল লেহেঙ্গার সঙ্গেও নজর কাড়া দুল পরেছেন অভিনেত্রী। কলার বোন কাড়ছে নজর।
দুধ সাদা লেহেঙ্গায় শ্রদ্ধার সৌন্দর্য যেন রূপকথার কোনও রাজকন্যার মতো।
নাম মাত্র মেক আপ। কিন্তু তাতেও উজ্জ্বল সাজ অভিনেত্রীর। নজর ঘোরাবে কার সাধ্য।
প্যাস্টেল লেহেঙ্গাই কি এখন ফ্যাশনে ইন? নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করলেন অভিনেত্রী।
অনেক দিন ধরেই বলিটাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন।
ফ্রিল দেওয়া শাড়ির সঙ্গে ব্রালেট। মাথায় টিকলি ও গলার হার নজর কাড়ছে।
ঘুব শীঘ্রই হয়তো বিয়ের সুখবর দেবেন শ্রদ্ধা কাপুর।
...