Shilpa Shetty : আর্থিক জালিয়াতি মামলায় ফাঁসলেন শিল্পা শেট্টি কুন্দ্রা! FIR-এ নাম অভিনেত্রীর মায়েরও...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Shilpa Shetty : বিপাকে পড়লেন রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টি! তবে শুধু শিল্পাই নন, এবার বিতর্কে ঢুকে পড়লেন শিল্পার মা সুনন্দা শেট্টিও। (Sunanda Shetty)
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি সংস্থা চালাতেন অভিনেত্রী শিল্পা শেট্টি। উত্তরপ্রদেশের নানা জায়গায় ওই সংস্থার শাখাও রয়েছে। এই সংস্থার চেয়ারম্যান শিল্পা নিজে এবং তাঁর মা ডিরেক্টর। শিল্পা ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ, আরও একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নামে বহু মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
এর আগে শার্লিন (Sherlyn chopra) জানিয়ে ছিলেন, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের (Raj Kundra) সঙ্গে এই অ্যাপ নিয়ে বচসাও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের আধিকারিকদের সামনে নিজের বয়ান রেকর্ড করেছেন শার্লিন।