প্রেম গেল উড়ে! সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো কার্তিক-সারার

Last Updated:
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করাই ছেড়ে দিলেন সারা ও কার্তিক ৷
1/5
‘লভ আজকাল ২’ ছবিতে জুটি বেধেছিলেন ৷ তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শুরু হয় বি টাউনে ৷ রিলের বাইরে রিয়াল লাইফেও তাঁদের মধ্যে সম্পর্কের রসায়ন কেমন ? তা নিয়েই ছিল নানা জল্পনা ৷ File Photo
‘লভ আজকাল ২’ ছবিতে জুটি বেধেছিলেন ৷ তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শুরু হয় বি টাউনে ৷ রিলের বাইরে রিয়াল লাইফেও তাঁদের মধ্যে সম্পর্কের রসায়ন কেমন ? তা নিয়েই ছিল নানা জল্পনা ৷ File Photo
advertisement
2/5
কোনও পার্টি হোক বা এমনি অনেক সময়েই কার্তিক এবং সারাকে একসঙ্গে বেশ কিছু জায়গাতেই দেখা গিয়েছে এর আগে ৷ ‘লাভ আজকাল ২’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ৷ সারা ও কার্তিক প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্যই করেননি যদিও, তবু ছবির প্রমোশনে হাজির হয়ে সারা আলি খান ও কার্তিক জানিয়েছিলেন, তাঁরা এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত। তাই সম্পর্কের বিষয় কোনও সিদ্ধান্তই নেবেন না।
কোনও পার্টি হোক বা এমনি অনেক সময়েই কার্তিক এবং সারাকে একসঙ্গে বেশ কিছু জায়গাতেই দেখা গিয়েছে এর আগে ৷ ‘লাভ আজকাল ২’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ৷ সারা ও কার্তিক প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্যই করেননি যদিও, তবু ছবির প্রমোশনে হাজির হয়ে সারা আলি খান ও কার্তিক জানিয়েছিলেন, তাঁরা এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত। তাই সম্পর্কের বিষয় কোনও সিদ্ধান্তই নেবেন না।
advertisement
3/5
শুধুমাত্র সিনেমার প্রোমোশনের জন্যই সারা-কার্তিকের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক জল্পনা দেখা দিয়েছিল বলেও মত অনেকদের ৷ তবে এবার আর কোনও জল্পনা নয় ৷
শুধুমাত্র সিনেমার প্রোমোশনের জন্যই সারা-কার্তিকের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক জল্পনা দেখা দিয়েছিল বলেও মত অনেকদের ৷ তবে এবার আর কোনও জল্পনা নয় ৷
advertisement
4/5
সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে ফলো করাই ছেড়ে দিলেন সারা ও কার্তিক ৷ দু’জনই দু’জনকে করলেন আনফলো !
সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে ফলো করাই ছেড়ে দিলেন সারা ও কার্তিক ৷ দু’জনই দু’জনকে করলেন আনফলো !
advertisement
5/5
তবে কি সত্যি তাঁদের মধ্যে বিশেষ কোনও সম্পর্ক গড়ে উঠেছিল ? সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একে অপরকে ‘আনফলো’ করা নিয়ে এখন এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ৷
তবে কি সত্যি তাঁদের মধ্যে বিশেষ কোনও সম্পর্ক গড়ে উঠেছিল ? সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একে অপরকে ‘আনফলো’ করা নিয়ে এখন এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ৷
advertisement
advertisement
advertisement