বাবা-মা ছাড়া একমাত্র এই ব্যক্তি গায়ে হাত তুললে মুখ বুজে সহ্য করেন সলমন খান

Last Updated:
চর-থাপ্পর, কিল-ঘুসিতেও রা কাটেন না দাবাং খান
1/6
বলিউডের সুলতান, ভাইজান সলমন সবারই চোখের মণি ৷ তিনি কোটি কোটি মহিলাদের মনে রাজত্ব করেন তাঁর মনে রাজত্ব করে অন্য কেউ ৷ তিনি বলিউডের সুপারস্টার তাঁর আজ জন্মদিন ৷ সে সলমনের এত মনের কাছাকাছি যে রেগে গেলে সলমনে গায়ে হাত পর্যন্ত তোলেন ৷ তবুও ভাইজান মুখ থেকে একটুইও আওয়াজ বের করেন না ৷ ছবি সংগৃহীত ৷
বলিউডের সুলতান, ভাইজান সলমন সবারই চোখের মণি ৷ তিনি কোটি কোটি মহিলাদের মনে রাজত্ব করেন তাঁর মনে রাজত্ব করে অন্য কেউ ৷ তিনি বলিউডের সুপারস্টার তাঁর আজ জন্মদিন ৷ সে সলমনের এত মনের কাছাকাছি যে রেগে গেলে সলমনে গায়ে হাত পর্যন্ত তোলেন ৷ তবুও ভাইজান মুখ থেকে একটুইও আওয়াজ বের করেন না ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
আজ তাঁর শুভ জন্মদিন, মাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ৷ ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর তিনি জন্মেছিলেন ৷ সংগৃহীত ছবি ৷
আজ তাঁর শুভ জন্মদিন, মাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ৷ ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর তিনি জন্মেছিলেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/6
সলমনের চোখের তারা বোন অর্পিতার ছেলে আহিল ৷ আহিলের জন্মের পরে সলমন জীবনে অনেক খুশি পেয়েছেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ৷ জন্মের পরে বহু ব্যস্ততার মাঝেও হাসপাতালে আহিলকে দেখতে গিয়েছিলেন সলমন ৷ ভাগ্নে আহিলের সঙ্গে মজা করছেন মামা সলমন ৷ ছবি সংগৃহীত ৷
সলমনের চোখের তারা বোন অর্পিতার ছেলে আহিল ৷ আহিলের জন্মের পরে সলমন জীবনে অনেক খুশি পেয়েছেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ৷ জন্মের পরে বহু ব্যস্ততার মাঝেও হাসপাতালে আহিলকে দেখতে গিয়েছিলেন সলমন ৷ ভাগ্নে আহিলের সঙ্গে মজা করছেন মামা সলমন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
সলমন ও আহিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই সেই ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে ৷ মামাকে পেলেই আঙিল খুশি ৷ ছবি সংগৃহীত ৷
সলমন ও আহিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই সেই ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে ৷ মামাকে পেলেই আঙিল খুশি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
এই ছবিটি কেমন করে ভোলা যায় সলমন ছবিতে নেই ৷ তবুও তাঁর রিস্টলেট মুখে দিয়ে চুষছে আহিল ৷ এর থেকেই বোঝা যায় মামা-ভাগ্নের সম্পর্ক ৷  ছবি সংগৃহীত ৷
এই ছবিটি কেমন করে ভোলা যায় সলমন ছবিতে নেই ৷ তবুও তাঁর রিস্টলেট মুখে দিয়ে চুষছে আহিল ৷ এর থেকেই বোঝা যায় মামা-ভাগ্নের সম্পর্ক ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
আহিল-সলমনের বক্সিং মনে আছে সবারই ৷ না মনে থাকলেও ক্ষতি আরও একবার মামা-ভাগ্নের বক্সিং ৷ সলমনের অত্যন্ত প্রিয় ভাগ্নার সঙ্গে বেশিরভাগ সময় কাটাতেই বেশি পছন্দ করেন সলমন ৷ ছবি সংগৃহীত ৷
আহিল-সলমনের বক্সিং মনে আছে সবারই ৷ না মনে থাকলেও ক্ষতি আরও একবার মামা-ভাগ্নের বক্সিং ৷ সলমনের অত্যন্ত প্রিয় ভাগ্নার সঙ্গে বেশিরভাগ সময় কাটাতেই বেশি পছন্দ করেন সলমন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement