Sabitri Chattopadhyay-Paran Bandyopadhyay: পরানের সঙ্গে সাবিত্রীর বিয়ের সম্বন্ধ হয়েছিল? ‘দাদাগিরি’তে এসে বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী

Last Updated:
Sabitri Chattopadhyay-Paran Bandyopadhyay: বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নবীন প্রাণ সকলের সামনে উদাহরণ তৈরি করে দিল আবারও। বয়স তো কেবল সংখ্যা মাত্র। আর তাঁর মন তো এখনও যৌবনে আটকে।
1/6
‘দাদাগিরি ১০’–এ ‘প্রধান’ টিম। উপস্থিত হয়েছিলেন দেব, সৌমিতৃষা কুণ্ডু, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যরা। খেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
‘দাদাগিরি ১০’–এ ‘প্রধান’ টিম। উপস্থিত হয়েছিলেন দেব, সৌমিতৃষা কুণ্ডু, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যরা। খেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
advertisement
2/6
বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নবীন প্রাণ সকলের সামনে উদাহরণ তৈরি করে দিল আবারও। বয়স তো কেবল সংখ্যা মাত্র। আর তাঁর মন তো এখনও যৌবনে আটকে।
বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নবীন প্রাণ সকলের সামনে উদাহরণ তৈরি করে দিল আবারও। বয়স তো কেবল সংখ্যা মাত্র। আর তাঁর মন তো এখনও যৌবনে আটকে।
advertisement
3/6
আর সদ্য তার প্রমাণ পেলেন ‘দাদাগিরি’র দর্শকেরা। রিয়্যালিটি শো-এ এসে সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেকে নিয়ে মস্করা করতে ছাড়লেন না। জানালেন, কেন তিনি বিয়ে করেননি।
আর সদ্য তার প্রমাণ পেলেন ‘দাদাগিরি’র দর্শকেরা। রিয়্যালিটি শো-এ এসে সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেকে নিয়ে মস্করা করতে ছাড়লেন না। জানালেন, কেন তিনি বিয়ে করেননি।
advertisement
4/6
মজার ছলে অভিনেত্রী জানালেন, তাঁর বাবা তাঁকে বিয়ে দিয়ে যাননি বলেই তিনি আর নিজে পরে করেননি। অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু শেষমেশ আর বিয়ে হয়নি তাঁর।
মজার ছলে অভিনেত্রী জানালেন, তাঁর বাবা তাঁকে বিয়ে দিয়ে যাননি বলেই তিনি আর নিজে পরে করেননি। অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু শেষমেশ আর বিয়ে হয়নি তাঁর।
advertisement
5/6
সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘যখনই কাউকে একটু ভাল লেগেছে তখনই তিনদিনের মাথায় শুনলাম তার বউ আছে।’’ হেসে ওঠেন সকলে।
সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘যখনই কাউকে একটু ভাল লেগেছে তখনই তিনদিনের মাথায় শুনলাম তার বউ আছে।’’ হেসে ওঠেন সকলে।
advertisement
6/6
পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাসি দেখে সৌরভ বলেন, ‘‘পরাণ দার হাসি দেখো।’’ এটা শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার কাছে ওর সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু বিয়ে আর করা হল না।’’
পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাসি দেখে সৌরভ বলেন, ‘‘পরাণ দার হাসি দেখো।’’ এটা শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার কাছে ওর সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু বিয়ে আর করা হল না।’’
advertisement
advertisement
advertisement