Secret Love Story| Deepika Ranveer: মন থেকে শরীর...দীপিকার জন্য কী কী করতে হয়েছিল রণবীরকে?
- Published by:Pooja Basu
Last Updated:
দীপিকার জন্য যা করতেন রণবীর, তাতে তাঁর বাবা একদিন প্রশ্ন তোলেন ছেলের কর্মকাণ্ড নিয়ে!
advertisement
advertisement
অনস্ক্রিন রণবীর ও দীপিকার রসায়ন পছন্দ করেন দর্শন। দুজনেই ৬ বছর ধরে সম্পর্কের মধ্যে ছিলেন এবং তারপর যখন দু’জনেই তাদের ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, তখনই বিয়ে করেন তাঁরা৷ ইতালির লেক কোমোতে ঘটা করে হয় বিয়ের অনুষ্ঠান। কেমন ছিল তাঁদের রোম্যান্সের সময়টা? যেই দীপিকার প্রেমে পাগল আসমুদ্র হিমাচলের পুরুষরা, তাঁকে পেতে কী করতে হয়েছিল রণবীর সিং-কে? একটি সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেন যে দীপিকাকে প্রেম নিবেদন করতে এবং সম্পর্ক গড়তে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে৷
advertisement
advertisement
advertisement
রণবীর বলেছিলেন যে দীপিকার সাথে দেখা করার মাত্র ছয় মাস পরে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দীপিকাকেই বিয়ে করবেন৷ যদিও তিনি জানতেন যে দীপিকাকে প্রভাবিত করা এত সহজ নয়। দীপিকার সঙ্গে দেখা করতে গেলেই ফুল নিতে ভোলেননি রণবীর সিং। এমনকি ছোট কোনও মিটিংয়েও তিনি তার জন্য লিলি (ফুল) নিয়ে যেতেন৷ কারণ তিনি জানতেন যে দীপিকা এই ফুল পছন্দ করেন।
advertisement
advertisement