Ranbir Alia Wedding : আলিয়ার বান্ধবীকে এভাবে চুমু খেলেন রণবীর! বিয়ের আসরেই বরের কাণ্ড দেখে কী বলছে নেটিজেন

Last Updated:
Ranbir Alia Wedding : আলিয়ার প্রিয় বান্ধবী তানিয়া সাহা গুপ্তা বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
1/6
গত বৃহস্পতিবার চারহাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু সোশ্যাল মিডিয়া এখনও তাঁদের বিয়ে নিয়েই সরগরম। এখনও বিয়ের বেশ কিছু ছবি সোশ্যালে ভাইরাল।
গত বৃহস্পতিবার চারহাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু সোশ্যাল মিডিয়া এখনও তাঁদের বিয়ে নিয়েই সরগরম। এখনও বিয়ের বেশ কিছু ছবি সোশ্যালে ভাইরাল।
advertisement
2/6
বিয়ের আসর বসেছিল মুম্বইয়ের পালি হিলসে রণবীরের বাড়ি বাস্তুতে। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা ও আত্মীয়রা। আলিয়ার প্রিয় বান্ধবী তানিয়া সাহা গুপ্তা বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
বিয়ের আসর বসেছিল মুম্বইয়ের পালি হিলসে রণবীরের বাড়ি বাস্তুতে। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা ও আত্মীয়রা। আলিয়ার প্রিয় বান্ধবী তানিয়া সাহা গুপ্তা বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
advertisement
3/6
একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ও রণবীরের মাঝে দাঁড়িয়ে তানিয়াষ রণবীর তানিয়ার গালে চুম্বন করছেন। এই ছবি দেখে নেটিজেনরা তির্যক প্রশ্নও করেছেন। তাঁদের প্রশ্ন, বউয়ের বান্ধবীকে এভাবে চুম্বন করা যায়?
একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়া ও রণবীরের মাঝে দাঁড়িয়ে তানিয়াষ রণবীর তানিয়ার গালে চুম্বন করছেন। এই ছবি দেখে নেটিজেনরা তির্যক প্রশ্নও করেছেন। তাঁদের প্রশ্ন, বউয়ের বান্ধবীকে এভাবে চুম্বন করা যায়?
advertisement
4/6
অনেকেই আবার এই ফাঁকে রণবীরের ক্যাসানোভা ইমেজের প্রসঙ্গ টেনে এনেছেন। কেউ বলছেন, রণীবর বদলাননি। একই রকম আছেন।
অনেকেই আবার এই ফাঁকে রণবীরের ক্যাসানোভা ইমেজের প্রসঙ্গ টেনে এনেছেন। কেউ বলছেন, রণীবর বদলাননি। একই রকম আছেন।
advertisement
5/6
এই ছবিতে রণবীর ও আলিয়া দুজনকেই দেখা যাচ্ছে লাল পোশাকে। রণবীর আলিয়ার বিয়ের পোশাক নিয়েও আলোচনা হয়েছে বিস্তর।
এই ছবিতে রণবীর ও আলিয়া দুজনকেই দেখা যাচ্ছে লাল পোশাকে। রণবীর আলিয়ার বিয়ের পোশাক নিয়েও আলোচনা হয়েছে বিস্তর।
advertisement
6/6
লাল লেহেঙ্গা নয়। বিয়েতে আলিয়া পরেছিলেন সাদা ও সোনালির কম্বিনেশনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। ঘরোয়া পরিবেশ হলেও তাঁদের বিয়ের ছবিগুলিও স্বপ্নের মতোই।
লাল লেহেঙ্গা নয়। বিয়েতে আলিয়া পরেছিলেন সাদা ও সোনালির কম্বিনেশনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। ঘরোয়া পরিবেশ হলেও তাঁদের বিয়ের ছবিগুলিও স্বপ্নের মতোই।
advertisement
advertisement
advertisement