দাদু বানিয়েছেন রামায়ণ, ‘হট’ অবতারে নাতনি আসছেন বিগবসে ?

Last Updated:
সেই দাদুরই গ্রেট গ্র্যান্ডডটার এবার আসতে চলেছেন বিগবসে ৷ নাম তাঁর সাক্ষী চোপড়া
1/4
 দাদুর নাম রামানন্দ সাগর ৷ মূলত, ধার্মিক ধারাবাহিক তৈরি করে জনপ্রিয়তার শীর্ষে৷ রাময়ণ থেকে কৃষ্ণ ৷ টিভিতে একেবারে সুপারহিট ৷ সেই দাদুরই গ্রেট গ্র্যান্ডডটার অর্থাৎ নাতনি এবার আসতে চলেছেন বিগবসে ৷ নাম তাঁর সাক্ষী চোপড়া ! Photo: Instagram
দাদুর নাম রামানন্দ সাগর ৷ মূলত, ধার্মিক ধারাবাহিক তৈরি করে জনপ্রিয়তার শীর্ষে৷ রাময়ণ থেকে কৃষ্ণ ৷ টিভিতে একেবারে সুপারহিট ৷ সেই দাদুরই গ্রেট গ্র্যান্ডডটার অর্থাৎ নাতনি এবার আসতে চলেছেন বিগবসে ৷ নাম তাঁর সাক্ষী চোপড়া ! Photo: Instagram
advertisement
2/4
তবে শুধুই রামানন্দ সাগরের জন্য ইনি জনপ্রিয় নয় ৷ সাক্ষী সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একেবারে হট ফেভারিট ৷ ইনস্টাগ্রামে ‘হট’ অবতারে ধরা দিয়ে, সাত সমুদ্র তেরো নদীর পারে থাকা পুরুষদের মনে আগুন জ্বালান সাক্ষী ৷ Photo: instagram
তবে শুধুই রামানন্দ সাগরের জন্য ইনি জনপ্রিয় নয় ৷ সাক্ষী সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় একেবারে হট ফেভারিট ৷ ইনস্টাগ্রামে ‘হট’ অবতারে ধরা দিয়ে, সাত সমুদ্র তেরো নদীর পারে থাকা পুরুষদের মনে আগুন জ্বালান সাক্ষী ৷ Photo: instagram
advertisement
3/4
 সাক্ষী থাকেন মূলত হলিউডের আশেপাশে ৷ তিনি ইউটিউব স্টার ৷ গান জানেন, নাচ জানেন, টুকটাক অভিনয়-সঞ্চালনাও করেন ৷ সব মিলিয়ে সাক্ষী কিন্তু নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় ৷ Photo: Instagram
সাক্ষী থাকেন মূলত হলিউডের আশেপাশে ৷ তিনি ইউটিউব স্টার ৷ গান জানেন, নাচ জানেন, টুকটাক অভিনয়-সঞ্চালনাও করেন ৷ সব মিলিয়ে সাক্ষী কিন্তু নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় ৷ Photo: Instagram
advertisement
4/4
 সেই সাক্ষীই এবার আসছেন বিগবসে ৷ জানা গিয়েছে, বিগবসের এবার থিম জঙ্গল ৷ তাই তো করোনা আবহে স্টুডিওতে না গিয়ে নিজের ফার্ম হাউজের আশেপাশের জঙ্গলকে সঙ্গে নিয়েই শো হোস্ট করবেন সলমন ৷ করোনার কারণে শোয়ের নিয়মও পাল্টানো হবে বলে জানা গিয়েছে ৷ Photo: Instagram
সেই সাক্ষীই এবার আসছেন বিগবসে ৷ জানা গিয়েছে, বিগবসের এবার থিম জঙ্গল ৷ তাই তো করোনা আবহে স্টুডিওতে না গিয়ে নিজের ফার্ম হাউজের আশেপাশের জঙ্গলকে সঙ্গে নিয়েই শো হোস্ট করবেন সলমন ৷ করোনার কারণে শোয়ের নিয়মও পাল্টানো হবে বলে জানা গিয়েছে ৷ Photo: Instagram
advertisement
advertisement
advertisement