হোম » ছবি » বিনোদন » প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া

Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

  • Bangla Digital Desk

  • 17

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    রাজ কুন্দ্রার গ্রেফতারি কার্যত বলিউডে এই মুহূর্তে অন্যতম চর্চিত অধ্যায়। পর্নফিল্ম প্রযোজনার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে বলে খবর। একই সঙ্গে এই ব্যবসায় শিল্পা শেট্টিও জড়িত কি না, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। ৪ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টির প্রেম পর্বও ছিল সিনেমার মতই !

    MORE
    GALLERIES

  • 27

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    ঘটনা ২০০৭ সালের। সেই সময় শিল্পা শেট্টি 'বিগব্রাদার ৫'এ অংশ নেন। বিদেশের বুকে এই শোতে শিল্পা কার্যত লাইমলাইট কেড়ে নেন। শেষে তিনি বিজয়ী হন। শোনা যায়, বিগ ব্রাদার জেতার পরই লন্ডনে বিবাহিত রাজের সঙ্গে শিল্পার প্রথম পরিচয়। সেই থেকেই সূত্রপাত প্রেমের। যা পরবর্তীকালে বিয়েতে গিয়ে দাঁড়ায়।

    MORE
    GALLERIES

  • 37

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউসে রাজের সঙ্গে শিল্পার বিয়ে হয়। সেখানে শিল্পাকে ৩ কোটি টাকা দামের এক আংটি পরিয়ে রাজ বিয়ে করে নেন। এমনই দাবি বিভিন্ন সূত্রের। যদিও এর সত্যতা এখনও রহস্য। ২০০৯ সালে ২২ নভেম্বর এই বিয়ের পর শিল্পার ঘর আলো করে দুই সন্তানের জন্ম হয়। প্রতিবছর বাড়িতে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থীর পুজো।

    MORE
    GALLERIES

  • 47

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    চোখ রাখা যাক, এই দম্পতির মালিকানাধীন ব্যয়বহুল জিনিসের একটি তালিকা যা হতবাক করে দেবে! শিল্পা শেঠি কুন্দ্রার শখ ছিল মুম্বাইয়ের সি-ফেসিং ভিলার। প্যাম্পারিং স্বামী রাজ কুন্দ্রা মুম্বইয়ের ম্যাক্সিমাম সিটিতে একটি ভিলা কিনেছিলেন স্ত্রীর জন্য। অভিনেত্রী এবং তার পরিবার সেখানে একসাথে থাকেন। তিনি প্রায়শই তার দৈনিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলির মাধ্যমে সেই বিলাসবহুল ঘরের ঝলক শেয়ার করেন।

    MORE
    GALLERIES

  • 57

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    এমনকি দুবাইয়ের দ্য বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট কিনেছিলেন রাজ তাঁর সুন্দরী স্ত্রী শিল্পার জন্য। এই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতেও তাই স্বপ্ন বুনেছিলেন শিল্পা-রাজ। ১৯ তম ফ্লোরের অ্যাপার্টমেন্টটি ছিল বলিউডের ইতিহাসে বিবাহবার্ষিকীর উপহারগুলির মধ্যে একটি। তবে পরবর্তীতে, পরিবারের পক্ষে এটি খুব ছোট মনে হওয়ায় তাঁরা বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।

    MORE
    GALLERIES

  • 67

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    ইংলন্ডে লাভবার্ডসের বিদেশি সম্পত্তিও রয়েছে। এটি সারে ওয়েইব্রিজের সাত বেডরুমের একটি বিলাসবহুল সম্পত্তি যার নাম 'রাজ মহল'। রাজ এবং শিল্পা ট্র্যাভেল ফ্রিক এবং তারা সাধারণত ভ্যাকেশনে কাটান তাঁদের ইউকে বাড়িতে।

    MORE
    GALLERIES

  • 77

    Raj Kundra Property : প্রাইভেট জেট, ইংল্যান্ডে 'রাজমহল', ৩ কোটির হীরের আংটি! রাজ-শিল্পার সম্পত্তি আকাশছোঁয়া! দেখুন...

    বলিউডের প্রাইভেট জেট মালিকানাধীন সেলিব্রিটির মধ্যে রয়েছেন এই রোম্যান্টিক দম্পতি। অভিনেত্রী শিল্পা এবং তাঁর স্বামী প্রায়শই তাঁদের জেট থেকে ছবি শেয়ার করেন। এই প্রাইভেট জেটটিতে একটি বিনোদন ইউনিটও রয়েছে। প্রায়ই অবসরে সপরিবারে যার সওয়ারি হন রাজ-শিল্পা।

    MORE
    GALLERIES