রাজ কুন্দ্রার গ্রেফতারি কার্যত বলিউডে এই মুহূর্তে অন্যতম চর্চিত অধ্যায়। পর্নফিল্ম প্রযোজনার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে বলে খবর। একই সঙ্গে এই ব্যবসায় শিল্পা শেট্টিও জড়িত কি না, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। ৪ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টির প্রেম পর্বও ছিল সিনেমার মতই !
মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউসে রাজের সঙ্গে শিল্পার বিয়ে হয়। সেখানে শিল্পাকে ৩ কোটি টাকা দামের এক আংটি পরিয়ে রাজ বিয়ে করে নেন। এমনই দাবি বিভিন্ন সূত্রের। যদিও এর সত্যতা এখনও রহস্য। ২০০৯ সালে ২২ নভেম্বর এই বিয়ের পর শিল্পার ঘর আলো করে দুই সন্তানের জন্ম হয়। প্রতিবছর বাড়িতে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থীর পুজো।
চোখ রাখা যাক, এই দম্পতির মালিকানাধীন ব্যয়বহুল জিনিসের একটি তালিকা যা হতবাক করে দেবে! শিল্পা শেঠি কুন্দ্রার শখ ছিল মুম্বাইয়ের সি-ফেসিং ভিলার। প্যাম্পারিং স্বামী রাজ কুন্দ্রা মুম্বইয়ের ম্যাক্সিমাম সিটিতে একটি ভিলা কিনেছিলেন স্ত্রীর জন্য। অভিনেত্রী এবং তার পরিবার সেখানে একসাথে থাকেন। তিনি প্রায়শই তার দৈনিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলির মাধ্যমে সেই বিলাসবহুল ঘরের ঝলক শেয়ার করেন।
এমনকি দুবাইয়ের দ্য বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট কিনেছিলেন রাজ তাঁর সুন্দরী স্ত্রী শিল্পার জন্য। এই বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতেও তাই স্বপ্ন বুনেছিলেন শিল্পা-রাজ। ১৯ তম ফ্লোরের অ্যাপার্টমেন্টটি ছিল বলিউডের ইতিহাসে বিবাহবার্ষিকীর উপহারগুলির মধ্যে একটি। তবে পরবর্তীতে, পরিবারের পক্ষে এটি খুব ছোট মনে হওয়ায় তাঁরা বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।