গঙ্গা-বক্ষে ডানা মেলল সৃজিত-মিথিলার প্রেম ! দেখুন ভালোবাসার ছবি

Last Updated:
সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার প্রেম কাহিনী কার না জানা ! ওপার বাংলার মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন সৃজিত। বিয়ের ঠিক পরেই করোনা হানা বসায় বিশ্বে। আর ঘটনাচক্রে সে সময় দু'জনে দুই দেশে আটকা পড়ে যান।
1/5
সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার প্রেম কাহিনী কার না জানা ! ওপার বাংলার মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন সৃজিত। বিয়ের ঠিক পরেই করোনা হানা বসায় বিশ্বে। আর ঘটনাচক্রে সে সময় দু'জনে দুই দেশে আটকা পড়ে যান। photo source twitter
সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার প্রেম কাহিনী কার না জানা ! ওপার বাংলার মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন সৃজিত। বিয়ের ঠিক পরেই করোনা হানা বসায় বিশ্বে। আর ঘটনাচক্রে সে সময় দু'জনে দুই দেশে আটকা পড়ে যান। photo source twitter
advertisement
2/5
তাই প্রেমটা সে সময় সোশ্যাল মিডিয়াতেই বেঁচে ছিল। কিন্তু লকডাউন কাটতেই বাংলাদেশ থেকে কলকাতায় আসেন মিথিলা। photo source twitter
তাই প্রেমটা সে সময় সোশ্যাল মিডিয়াতেই বেঁচে ছিল। কিন্তু লকডাউন কাটতেই বাংলাদেশ থেকে কলকাতায় আসেন মিথিলা। photo source twitter
advertisement
3/5
তারপর থেকে শুধুই প্রেম আর প্রেম। কখনও পার্কস্ট্রিট তো কখনও পাহাড়ে ঘুরছেন তাঁরা। photo source twitter
তারপর থেকে শুধুই প্রেম আর প্রেম। কখনও পার্কস্ট্রিট তো কখনও পাহাড়ে ঘুরছেন তাঁরা। photo source twitter
advertisement
4/5
একে অপরের সঙ্গে সব থেকে বেশি সময় থেকে ভালোবাসাকে উপভোগ করছেন এই জুটি। এবার তাঁদের প্রেম পাখা মেলল গঙ্গা বক্ষে। photo source twitter
একে অপরের সঙ্গে সব থেকে বেশি সময় থেকে ভালোবাসাকে উপভোগ করছেন এই জুটি। এবার তাঁদের প্রেম পাখা মেলল গঙ্গা বক্ষে। photo source twitter
advertisement
5/5
আজ মিথিলা তাঁর ইনস্টাতে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "গঙ্গাবক্ষে ভালোবাসা"। এই ছবি দেখা মাত্রই প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা।photo source twitter
আজ মিথিলা তাঁর ইনস্টাতে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, "গঙ্গাবক্ষে ভালোবাসা"। এই ছবি দেখা মাত্রই প্রশংসায় ভরিয়েছেন ভক্তরা।photo source twitter
advertisement
advertisement
advertisement