Pushpa 2 Review: কেমন হল 'পুষ্পা: দ্য রুল'? হলে যাওয়ার আগেই টাটকা রিভিউ পড়ে নিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আল্লু অর্জুন এবং সুকুমার জুটির তৈরি চতুর্থ ছবি 'পুষ্প: দ্য রুল' কয়েক ঘণ্টার মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন এবং সুকুমার দু’জনেই ছবির আউটপুট নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বছরের বহুল প্রতীক্ষিত ছবি 'পুষ্প: দ্য রুল'। পুষ্পার দ্বিতীয় পার্টটি দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা৷ ছবিটি নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমনই পরিস্থিতি যে অনেকে ফার্স্ট ডে শো দেখতে অনেকে চাইলেও টিকিট পাচ্ছেন না৷ যদিও ছবিটি এক সপ্তাহ পরে 3D সংস্করণে মুক্তি পাবে, আপাতত 2D -তে দেখতে হবে পুষ্পা ২। ছবির ট্রেলার থেকে শুরু করে ছবির গান নিয়ে বেশ তোলপাড় হয়েছে। এখন প্রশ্ন হল, 'পুষ্প: দ্য রুল' কি ২০২১-এর 'পুষ্প: দ্য রাইজ'-এর সঙ্গে পাল্লা দিতে পারবে? যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে, ছবিটি কেমন, তাহলে রইল ছবিটির ফার্স্ট রিভিউ৷ পড়েই সিদ্ধান্ত নিন আপনি দেখবেন কী না!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement