বুম্বাদার সঙ্গে বরুণের টক্কর, সুপারহিট 'চোখ তুলে দেখো না'য় সে কী নাচ! দেখুন ছবি

Last Updated:
সাংবাদিক সম্মেলনে আসার জন্য প্রসেনজিৎকে আমন্ত্রণ জানিয়েছিলেন বরুণ। তাঁর একটি মেসেজেই বুম্বাদা উপস্থিত হয়েছেন বলে আপ্লুত বলি নায়ক।
1/7
একই দিনে দুই তারকার দু'টি ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। কিন্তু ছবির টক্করে বক্স অফিসেই সীমাবদ্ধ। সম্পর্ক তো বহুদিনের। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বরুন ধওয়ান এক মঞ্চে।
একই দিনে দুই তারকার দু'টি ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। কিন্তু ছবির টক্করে বক্স অফিসেই সীমাবদ্ধ। সম্পর্ক তো বহুদিনের। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বরুন ধওয়ান এক মঞ্চে।
advertisement
2/7
কলকাতায় 'ভেড়িয়া' ছবির প্রচারে বরুণের সঙ্গে যোগ দিলেন বাংলার সকলের প্রিয় বুম্বাদা। সকলকে ছবিটি দেখতে অনুরোধ করলেন তিনি। অন্যদিকে বরুণও প্রসেনজিতের আগামী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র হিট গানে নেচে প্রচারে মাত্রা যোগ করলেন।
কলকাতায় 'ভেড়িয়া' ছবির প্রচারে বরুণের সঙ্গে যোগ দিলেন বাংলার সকলের প্রিয় বুম্বাদা। সকলকে ছবিটি দেখতে অনুরোধ করলেন তিনি। অন্যদিকে বরুণও প্রসেনজিতের আগামী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র হিট গানে নেচে প্রচারে মাত্রা যোগ করলেন।
advertisement
3/7
মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির টাইটেল গান 'মোদ্দা কথা হচ্ছে'-তে নতুন ভাবে পাওয়া গিয়েছে 'চোখ তুলে দেখো না কে এসেছে' গানটিকে। আর তাতেই বুম্বাদার সঙ্গে লা মেলালেন বরুণ। প্রসেনজিতের পোস্ট করা সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো বাংলার তারকারা।
মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির টাইটেল গান 'মোদ্দা কথা হচ্ছে'-তে নতুন ভাবে পাওয়া গিয়েছে 'চোখ তুলে দেখো না কে এসেছে' গানটিকে। আর তাতেই বুম্বাদার সঙ্গে লা মেলালেন বরুণ। প্রসেনজিতের পোস্ট করা সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো বাংলার তারকারা।
advertisement
4/7
সাংবাদিক সম্মেলনে আসার জন্য প্রসেনজিৎকে আমন্ত্রণ জানিয়েছিলেন বরুণ। তাঁর একটি মেসেজেই বুম্বাদা উপস্থিত হয়েছেন বলে আপ্লুত বলি নায়ক। প্রসেনজিতের কথায় জানা গেল, বরুণের বাবা ডেভিড ধওয়ানের সঙ্গে কাজ করেছিলেন বহু বছর আগে।
সাংবাদিক সম্মেলনে আসার জন্য প্রসেনজিৎকে আমন্ত্রণ জানিয়েছিলেন বরুণ। তাঁর একটি মেসেজেই বুম্বাদা উপস্থিত হয়েছেন বলে আপ্লুত বলি নায়ক। প্রসেনজিতের কথায় জানা গেল, বরুণের বাবা ডেভিড ধওয়ানের সঙ্গে কাজ করেছিলেন বহু বছর আগে।
advertisement
5/7
'ভেড়িয়া'-তে অভিনয় করেছেন বাংলারই সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে বাংলায় কথা বলে সকলের মন জয় করলেন 'পাতাললোক' তারকা। তাঁর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করলেন বরুণ এবং প্রসেনজিৎও। কৃতী স্যানন এবং বরুণের সঙ্গে তিনিও কলকাতা সফরে যোগ দিয়েছিলেন মহা আনন্দে।
'ভেড়িয়া'-তে অভিনয় করেছেন বাংলারই সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে বাংলায় কথা বলে সকলের মন জয় করলেন 'পাতাললোক' তারকা। তাঁর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করলেন বরুণ এবং প্রসেনজিৎও। কৃতী স্যানন এবং বরুণের সঙ্গে তিনিও কলকাতা সফরে যোগ দিয়েছিলেন মহা আনন্দে।
advertisement
6/7
ছবির নায়ক-নায়িকা ট্রামে চড়ে কলকাতা দর্শন করলেন। ঘুরে গেলেন ভবানীপুর কলেজেও। মাস ছয়েক আগে 'যুগ যুগ জিও' ছবির প্রচারে এসে ট্যাক্সি চেপেছিলেন বরুণ। তাই বোধহয় প্রসেনজিৎ বরুণের কাঁধে হাত রেখে বললেন, ''বরুণ তো আমাদেরই ছেলে। ওকে বলেছি, কলকাতা এলেই আমাকে মেসেজ করবে।''
ছবির নায়ক-নায়িকা ট্রামে চড়ে কলকাতা দর্শন করলেন। ঘুরে গেলেন ভবানীপুর কলেজেও। মাস ছয়েক আগে 'যুগ যুগ জিও' ছবির প্রচারে এসে ট্যাক্সি চেপেছিলেন বরুণ। তাই বোধহয় প্রসেনজিৎ বরুণের কাঁধে হাত রেখে বললেন, ''বরুণ তো আমাদেরই ছেলে। ওকে বলেছি, কলকাতা এলেই আমাকে মেসেজ করবে।''
advertisement
7/7
আগামী ২৫ তারিখ বলিউডের জনপ্রিয় জুটি বরুণ-কৃতীর 'ভেড়িয়া' ছবি প্রেক্ষাগৃহ মাতাবে বলেই আশা করছেন দর্শক। একই দিনে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং ঋষভ বসুর ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'।
আগামী ২৫ তারিখ বলিউডের জনপ্রিয় জুটি বরুণ-কৃতীর 'ভেড়িয়া' ছবি প্রেক্ষাগৃহ মাতাবে বলেই আশা করছেন দর্শক। একই দিনে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং ঋষভ বসুর ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'।
advertisement
advertisement
advertisement