ব্রিটিশ রাজ ঘরানার হাই প্রোফাইল বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছেছেন এশিয়ার সুপার সেক্সি ও বলিউডের হার্টথ্রব প্রিয়াঙ্কা চোপড়া ৷ হবু বউ মেগন ও প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ বন্ধু ৷ সেই সূত্রেই প্রিয়াঙ্কার বিয়ে বাড়িতে পদার্পন ৷ (ছবি সংগৃহীত)
2/ 6
রাজ পরিবারের এই হাই প্রোফাইল বিয়েতে যোগ দিতে ইতিমধ্য়েই লন্ডনে পৌঁছেছেন প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বুঝিয়েছিন এই রয়্য়াল বিয়ে বাড়ি তাঁর কাছে কতখানি স্পেশ্যাল ৷ (ছবি সৌজন্য প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম)
3/ 6
প্রিওয়েডিঙের কিছু মুহূর্ত (ছবি সৌজন্য়ে ইনস্টাগ্রাম)
4/ 6
আরও একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন তিনি বুঝতে পারছেন না এর মধ্যে কোন টুপিটি তিনি পরবেন ? (ছবি সৌজন্য প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম)
5/ 6
রয়্য়াল বিয়ে বাড়ি য়ওয়ার আগে প্রিয়াঙ্কা প্রখ্যাত ব্রিটিশ ফ্য়াশন ডিজাইনার ফিলিপ ট্রিয়েসির স্টুডিওতে পৌঁছেছেন ৷ এই রয়্য়াল বিয়ে বাড়িতে প্রিয়াঙ্কা সাবেকি লুকেই হাজির হবেন ৷ আপাতত এমনটাই গুঞ্জন ৷ (ছবি সৌজন্যে প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম)
6/ 6
কোয়ান্টিকা ফেম প্রিয়াঙ্কা চোপড়ার ২০১৬ সালে মেগনের সঙ্গে লস এনজেলাসে প্রথম সাক্ষাৎ হয়েছিল ৷ (ছবি সৌজন্য়ে প্রিয়াঙ্কা চোপড়া)