মৃত্যুর পর চার দশকের বেশি সময় কেটে গেলেও উত্তমকুমারের ম্যাজিক অমলিন৷ তাঁর ৪২ তম প্রয়াণবার্ষিকীতে মুক্তি পেয়েছে ‘অচেনা উত্তম’৷ শুক্রবার হয়ে গেল ছবির প্রেমিয়ার শো৷ ছবিতে মহানায়কের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়৷
2/ 6
অতনু বসুর পরিচালনায় এই ছবির উপজীব্য মহানায়কের ঘরোয়া জীবন৷