• প্রকাশ্যেই ধূমপান করছিলেন তিনি! তার উপর আবার ‘নো স্মোকিং’ এলাকায় ৷ সে কারণেই জরিমানা করা হল তাঁকে ৷
• জনপ্রিয় টলিউড অভিনেতা রাম পঠিনেনিকে জরিমানা করেছে হায়দরাবাদ পুলিশ ৷
• অভিযোগ, গত সোমবার ‘আইস্মার্ট শঙ্কর’ নামে একটি ছবির শ্যুটিং চলাকালীন ‘নো স্মোকিং’ এলাকায় ধূমপান করেছিলেন তিনি ৷
• এই অপরাধে তাঁকে ২০০ টাকার জরিমানা দিতে হয়েছে ৷
...