Poonam Pandey shared dark secrets|| 'মদ খেয়ে দিনভর যা চলত! ফালা ফালা হয়ে যেত শরীর', বিস্ফোরক পুনম পান্ডে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Poonam Pandey shared dark secrets: বিস্ফোরক পুনম পান্ডে। সম্প্রতি নিজেদের জীবনের অন্ধকার, গোপন কথা ফাঁস করেছেন 'লক আপ' শো চলাকালীন।
*মডেল পুনম পান্ডে, কঙ্গনা রানাউতের শো লক আপ-এ বন্দি। পুনম সাহসী স্টাইলের জন্য সব সময়েই সংবাদের শিরোনামে থাকেন। সেই পুনম বিয়ের পরেই হানিমুনে গিয়ে স্বামীর অত্যাচারের শিকার হন। পরিস্থিতি জটিল হয়ে গেলে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। সম্প্রতি পুনম শো-তে জানান, কীভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদ খেয়ে স্বামী তাকে মারধর করতেন।