Parineeti Chopra: 'টক্সিক মানুষদের জীবন থেকে মুছে ফেলতে ভয় পাবেন না...’ পরিণীতির পোস্ট ঘিরে বাড়ছে রহস্য
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
চিবুকের তলায় হাত রেখে বসে শান্ত জলতরঙ্গ উপভোগ করতে করতে যেন ভাবনার মধ্যেই হারিয়ে গিয়েছেন তিনি। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে এ আর রহমান, ফারাহ সিরাজ এবং অ্যানি চোয়িং দ্রোলমার ‘জরিয়া’ গানটি।
advertisement
advertisement
advertisement
গানের জগতেও বেশ খ্যাতি অর্জন করেছেন পরিণীতি। তাঁর কনসার্ট হয়েছে মুম্বইতে। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, শ্রুতি হাসান থেকে শুরু করে আলিয়া ভাট, ইন্ডাস্ট্রিতে এমন অনেক সুন্দরী আছেন যারা অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে, পরিণীতি একেবারে গায়িকাদের মতোই স্টেজে পারফর্ম করেছিলেন। ফলে সকলেই বুঝতে পেরেছে অভিনেত্রী এবার গায়িকা হওয়ার দিকে এগোচ্ছেন।
advertisement
advertisement
advertisement
'সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কী ভাবে কাটাবেন, তা আপনার উপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন। নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁছে নিন। বিষাক্ত মানুষদের ছেঁটে ফেলতে ভয় পাবেন না। অন্যেরা কী ভাবছেন, তা নিয়ে ভাবা বন্ধ করুন। জীবনে সময় সীমিত। তাই নিজে যেমন চান, সেভাবেই বাঁচুন।'
advertisement
advertisement