Parambrata Chatterjee- Piya Chakraborty: 'বসন্ত এসে গেছে!' লাল মাটির পথে পরম-পিয়া, স্বামীর সঙ্গে আদুরে ছবি দিয়ে লিখলেন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Parambrata Chatterjee- Piya Chakraborty: শীত ফুরিয়ে বসন্ত আসতেই তাঁদের পথ মিশেছে পুরুলিয়ায়। বসন্ত, প্রেম আর পলাশে নিমগ্ন হয়েছেন পিয়া আর পরমব্রত।
advertisement
advertisement
টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের বিয়ে হয়েছিল পিয়া চক্রবর্তীর সঙ্গে। কিন্তু ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। গত বছর ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। আর ২ মার্চ টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন অনুপম। ফলে তাঁদের নিয়ে কটাক্ষ আর গসিপের অন্ত নেই। এ বিষয়ে খুব একটা কান কেউই দেননি।
advertisement
advertisement
advertisement
advertisement