Parambrata Chattopadhya and Piya Chakraborty party: ক্রিসমাস ইভে পরম-পিয়ার বাড়িতে জমাটি পার্টি, শাখা পলা-সিদুঁর নয়, আধুনিক নীল ড্রেসেই নজর কাড়লেন সদ্য বিবাহিত পরম ঘরণী

Last Updated:
Parambrata Chatterjee-Piya Chakraborty: পিয়া ছিলেন একেবারেই আধুনিক লুকে৷ মিঁঞা-বিবিকে দারুণ লাগছিল৷
1/14
বিয়ে করেছেন ২৭-এ নভেম্বর৷ প্রায় ১ মাস পর ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে এক সুন্দর সধ্যা কাটালেন পরম-পিয়া৷ এটাই ছিল তাঁদের বিয়ের পার্টি যেখানে কর্মক্ষেত্রের সব বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন নব দম্পতি৷
বিয়ে করেছেন ২৭-এ নভেম্বর৷ প্রায় ১ মাস পর ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে এক সুন্দর সধ্যা কাটালেন পরম-পিয়া৷ এটাই ছিল তাঁদের বিয়ের পার্টি যেখানে কর্মক্ষেত্রের সব বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন নব দম্পতি৷
advertisement
2/14
পরমব্রতর বাড়িতেই বসেছিল এই আসর৷ রাতের পার্টিতে যেন ছিল চাঁদের হাট৷ গোটা ইন্ডাস্ট্রিই যেন উপস্থিত ছিল সেখানে৷
পরমব্রতর বাড়িতেই বসেছিল এই আসর৷ রাতের পার্টিতে যেন ছিল চাঁদের হাট৷ গোটা ইন্ডাস্ট্রিই যেন উপস্থিত ছিল সেখানে৷
advertisement
3/14
পরমব্রত-পিয়া দু’জনে অবশ্য ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷
পরমব্রত-পিয়া দু’জনে অবশ্য ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে৷
advertisement
4/14
পরমের পরনে ছিল কোট-প্যান্ট৷ এবং পিয়া পরেছিলেন নীল ড্রেস৷ খুবই সুন্দর লাগছিল দু’জনকে৷
পরমের পরনে ছিল কোট-প্যান্ট৷ এবং পিয়া পরেছিলেন নীল ড্রেস৷ খুবই সুন্দর লাগছিল দু’জনকে৷
advertisement
5/14
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মুনমুন সেন, অরিন্দম শীল, অনিরুদ্ধ রায়চৌধুরী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে৷
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মুনমুন সেন, অরিন্দম শীল, অনিরুদ্ধ রায়চৌধুরী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে৷
advertisement
6/14
 সস্ত্রীক হাজির ছিলেন আবীর চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়৷
সস্ত্রীক হাজির ছিলেন আবীর চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়৷
advertisement
7/14
রুদ্রনীল ঘোষের সঙ্গে পরমের বন্ধুত্ব নিয়ে অনেক চর্চা হয়েছে৷ তাঁদের কখনও ভাব বা কখনও ঝগড়া নিয়ে সরগরম থাকে ইন্ডাস্ট্রি৷ সেই রুদ্র ছিলেন পার্টি আলো করে৷ এবং একটা প্রশ্নই তাঁকে করা হচ্ছিল যে তিনি কবে বিয়ে করছেন?
রুদ্রনীল ঘোষের সঙ্গে পরমের বন্ধুত্ব নিয়ে অনেক চর্চা হয়েছে৷ তাঁদের কখনও ভাব বা কখনও ঝগড়া নিয়ে সরগরম থাকে ইন্ডাস্ট্রি৷ সেই রুদ্র ছিলেন পার্টি আলো করে৷ এবং একটা প্রশ্নই তাঁকে করা হচ্ছিল যে তিনি কবে বিয়ে করছেন?
advertisement
8/14
এছাড়া দেখা মিলল টলিউডের সদ্য বিবাহিত সন্দীপ্তার৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়৷
এছাড়া দেখা মিলল টলিউডের সদ্য বিবাহিত সন্দীপ্তার৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়৷
advertisement
9/14
ছিলেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, নিসপাল সিং৷
ছিলেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, নিসপাল সিং৷
advertisement
10/14
দেখা মিলল গৌরব-ঋদ্ধিমারও
দেখা মিলল গৌরব-ঋদ্ধিমারও
advertisement
11/14
পরমব্রত পিয়ার বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ অনুপম রায়ের সঙ্গে পিয়ার বিয়ে এবং ডিভোর্স৷ তারপর পরমের সঙ্গে পিয়ার প্রেম এবং বিয়ে৷ খুবই গোপনে বিয়ে সারেন তাঁরা৷ বিয়ের সময় উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছে মানুষরা৷
পরমব্রত পিয়ার বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ অনুপম রায়ের সঙ্গে পিয়ার বিয়ে এবং ডিভোর্স৷ তারপর পরমের সঙ্গে পিয়ার প্রেম এবং বিয়ে৷ খুবই গোপনে বিয়ে সারেন তাঁরা৷ বিয়ের সময় উপস্থিত ছিলেন শুধুমাত্র কাছে মানুষরা৷
advertisement
12/14
যদিও বিয়ের পরদিন দুপুরেই ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তাঁর কিডনিতে দিনকয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তাঁর।
যদিও বিয়ের পরদিন দুপুরেই ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তাঁর কিডনিতে দিনকয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তাঁর।
advertisement
13/14
কয়েকদিনেই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে যান অনুপম রায়ের প্রাক্তন ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী, সমাজকর্মী-গায়িকা পিয়া।
কয়েকদিনেই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে যান অনুপম রায়ের প্রাক্তন ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী, সমাজকর্মী-গায়িকা পিয়া।
advertisement
14/14
তারপর সমস্ত বিতর্ক-সমালোচনা থেকে কোটি-হস্ত দূরে নিজেদের প্রেম-জীবন উদযাপন করছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিদেশে ছোট করে হানিমুনও সেরেছেন তাঁরা।
তারপর সমস্ত বিতর্ক-সমালোচনা থেকে কোটি-হস্ত দূরে নিজেদের প্রেম-জীবন উদযাপন করছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিদেশে ছোট করে হানিমুনও সেরেছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement