আর তার পর থেকেই স্পটলাইটে শ্বেতা তিওয়ারির মেয়ে (Palak Tiwari)। মায়ের মতোই মেয়ের সৌন্দর্যেও কাবু নেটিজেন। পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ার মতো। গোলাপি বডিকন ড্রেসের উপর সাদা কোট। পারদ চড়িয়েছেন পলক।
4/ 5
সাজের সঙ্গে মানানসই মেক আপ নজর কেড়েছে। ছবির ক্যাপশনে পলক (Palak Tiwari) লিখেছেন, "শীতের গোলাপ"।
5/ 5
কাজের দিক থেকে বিজলি বিজলি গানটি ব্যাপক সাড়া ফেলেছে। আর তার পর থেকেই বহু অফার পেয়েছেন অভিনেত্রী (Palak Tiwari)। খুব শীঘ্রই বরুণ ধাওয়ানের বিপরীতে বলিউডে পা রাখতে চলেছেন পলক।