OTT কিংবা ইউটিউবে থাকলেও পরিবারের সঙ্গে বসে কিছুতেই দেখা যাবে না এই ৭টি বলিউডি ছবি, এর মধ্যে তো রেখার ছবিটি ভারতে নিষিদ্ধই !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
7 Bollywood Movies Are Not Family Friendly: বি-টাউনে সব ধরনের ফিল্ম তৈরি হয়। কিছু কিছু ছবি এতটাই সাহসী যে, সেগুলি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। আজকের প্রতিবেদনে আমরা ৭টি ছবি নিয়ে কথা বলব। সমস্ত ছবিই ওটিটি-তে পাওয়া যায়। তবে এর মধ্যে রেখা অভিনীত একটিমাত্র ছবি রয়েছে, যেটা কখনওই পরিবারের সঙ্গে বসে দেখা যাবেই না।
advertisement
জিসম (২০০৩): ইরোটিক থ্রিলার ঘরাণার এই ছবিটির গল্প লিখেছেন মহেশ ভাট। আর ছবিটি পরিচালনা এবং সম্পাদনা করেছেন অমিত সাক্সেনা। ফিশ আই নেটওয়ার্ক লিমিটেড এবং শ্রেয়া ক্রিয়েশনসের ব্যানারের অধীনে ‘জিসম’ ছবিটি প্রযোজনা করেছিলেন পূজা ভাট এবং সুজিত কুমার সিং। জন আব্রাহামের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন বিপাশা বসু। বর্তমানে Prime Video-তে গিয়ে দেখে নেওয়া যেতে পারে এই ছবিটি।
advertisement
advertisement
মার্ডার (২০০৪): অনুরাগ বসু পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত ‘মার্ডার’ ছবিটি ভক্তমহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। এরোটিক থ্রিলার ধারার ‘মার্ডার’ ছবির সিরিজের প্রথম ইনস্টলমেন্ট এটিই। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি, অস্মিত প্যাটেল এবং মল্লিকা শেরাওয়াত। YouTube-এ গিয়ে এই ছবিটি দেখে নিতে পারেন ভক্তরা।
advertisement
হান্টার (২০১৫): হর্ষবর্ধন কুলকার্নির লেখা এবং পরিচালনায় অ্যাডাল্ট কমেডি ধারার ছবি ‘হান্টার’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। ‘হান্টার’ ছবিতে অভিনয় করেছিলেন গুলশন দেবাইয়া, রাধিকা আপ্তে এবং সাই তামহানকর। যৌনতায় আসক্ত সাধারণ এক ব্যক্তিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। Prime Video-য় দেখে নেওয়া যেতে পারে এই ছবি।
advertisement
ফায়ার (১৯৯৬): ইন্দো-কানাডিয়ান ইরোটিক রোম্যান্টিক ধারার ড্রামা ফিল্মটি পরিচালনা করেছেন দীপা মেহতা। এর গল্প লিখেছেন পরিচালন নিজেই। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাবানা আজমি এবং নন্দিতা দাশ। ‘ফায়ার’ হল বলিউডের প্রথম মেনস্ট্রিম ছবি। যেখানে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছিল সমকামী সম্পর্ককে। তবে ১৯৯৮ সালে ভারতে এই ছবির মুক্তির পর সমাজকর্মীরা একাধিক প্রতিবাদ-আন্দোলন করেছিলেন। ভক্তরা চাইলে এখন এই ছবিটি দেখে নিতে পারেন Prime Video-য়।
advertisement
দ্য ডার্টি পিকচার (২০১১): সিল্ক স্মিতার জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই ছবিটি। ‘দ্য ডার্টি পিকচার’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান, ইমরান হাশমি, নাসিরুদ্দিন শাহ এবং তুষার কাপুর। এই ছবিটি পরিচালনা করেছিলেন মিলন লুথরিয়া এবং এর সহ-প্রযোজক ছিলেন শোভা কাপুর ও একতা কাপুর। Prime Video-এ এখন এই ছবিটি দেখে নেওয়া যেতে পারে।
advertisement
কামসূত্র - আ টেল অফ লাভ (১৯৯৬): ইরোটিক রোম্যান্টিক ধারার এই ছবিটির সহ-লেখক, সহ-প্রযোজক এবং পরিচালক মীরা নায়ার। এই ছবিতে অভিনয় করেছেন রেখা, নবীন অ্যান্ড্রুজ, সরিতা চৌধুরী, রামন তিকারাম এবং ইন্দিরা ভার্মা। ইংরাজি ভাষার এই ছবিটি প্রযোজনা করেছে ভারতীয়, ব্রিটিশ, জার্মান এবং জাপানিজ স্টুডিওজ। যদিও এই ছবিটি বর্তমানে Prime Video-য় রয়েছে, তবে ভক্তরা এই ছবি দেখতে পাবেন না। কারণ ভারতে এখনও এই ছবিটির উপর রয়েছে নিষেধাজ্ঞা।