Nusrat-Yash Baby Pic: হুবহু যেন এক...! মা না বাবা, ঠিক কার মতো দেখতে হয়েছে নুসরতের ছেলে? যশ-পুত্রের এমন ছবি আগে দেখেননি

Last Updated:
Nusrat-Yash Baby Pic: নিউজ18 বাংলাকেই একবার সাক্ষাৎকারে নুসরত বলেছিলেন, ‘‘ক্যামেরার সামনে আসেনি বলেই আমার দুই ছেলে সাধারণ শিশুদের মতো বড় হচ্ছে।’’
1/12
গত ৫ মে কোয়েল মল্লিকের ছেলে কবীরের জন্মদিনে এক ঝলক দেখা গিয়েছিল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের ছেলে ঈশান জে দাশগুপ্তকে।
গত ৫ মে কোয়েল মল্লিকের ছেলে কবীরের জন্মদিনে এক ঝলক দেখা গিয়েছিল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের ছেলে ঈশান জে দাশগুপ্তকে।
advertisement
2/12
খুদে ঈশান সেদিন ক্যামেরার জন্য পোজও দিয়েছিল। খেলা করেছিল অন্যান্য তারকাসন্তানদের সঙ্গে। কিন্তু সোশ্যাল মিডিয়া বেশিক্ষণ ছিল না সেই ছবি।
খুদে ঈশান সেদিন ক্যামেরার জন্য পোজও দিয়েছিল। খেলা করেছিল অন্যান্য তারকাসন্তানদের সঙ্গে। কিন্তু সোশ্যাল মিডিয়া বেশিক্ষণ ছিল না সেই ছবি।
advertisement
3/12
তার আগে ২০২১ সালে নভেম্বর মাসে ছেলের ছবি পোস্ট করেছিলেন বাবা-মা। কিন্তু সেখানে মাথার পিছন কেবল দৃশ্যমান হয়েছিল। কিন্তু এবার অপেক্ষার অবসান।
তার আগে ২০২১ সালে নভেম্বর মাসে ছেলের ছবি পোস্ট করেছিলেন বাবা-মা। কিন্তু সেখানে মাথার পিছন কেবল দৃশ্যমান হয়েছিল। কিন্তু এবার অপেক্ষার অবসান।
advertisement
4/12
আজ, রবিবার, মাতৃদিবসে খুদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন নুসরত। আর তা চিরস্থায়ী হতে চলেছে ভক্তদের মনে। যেখানে ছোট্ট ঈশানের স্পষ্ট ছবি প্রকাশ্যে এল প্রথমবারের মতো।
আজ, রবিবার, মাতৃদিবসে খুদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন নুসরত। আর তা চিরস্থায়ী হতে চলেছে ভক্তদের মনে। যেখানে ছোট্ট ঈশানের স্পষ্ট ছবি প্রকাশ্যে এল প্রথমবারের মতো।
advertisement
5/12
২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। তারপরেই চারদিকে হইচই শুরু হয়। কটাক্ষে জর্জরিত হয়ে পড়েন নায়িকা-সাংসদ। ছেলে ঈশানের জন্ম দিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়, তাঁর সন্তানের বাবার পরিচয় কী?
২০২১ সালে প্রকাশ্যে আসে নুসরত অন্তঃসত্ত্বা। তারপরেই চারদিকে হইচই শুরু হয়। কটাক্ষে জর্জরিত হয়ে পড়েন নায়িকা-সাংসদ। ছেলে ঈশানের জন্ম দিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়, তাঁর সন্তানের বাবার পরিচয় কী?
advertisement
6/12
ধীরে ধীরে জানা যায়, যশ এবং নুসরতের সন্তানই ঈশান। তা ছাড়া যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংশও এই ঈশানের সঙ্গেই তাঁদের কাছে বড় হচ্ছে। দুই ছেলেকে নিয়ে সুখের সংসার তারকাদম্পতির।
ধীরে ধীরে জানা যায়, যশ এবং নুসরতের সন্তানই ঈশান। তা ছাড়া যশের প্রথম পক্ষের সন্তান রেয়াংশও এই ঈশানের সঙ্গেই তাঁদের কাছে বড় হচ্ছে। দুই ছেলেকে নিয়ে সুখের সংসার তারকাদম্পতির।
advertisement
7/12
মাতৃদিবসে নিজের মায়ের সঙ্গে সময় কাটালেন নুসরত। একইসঙ্গে খুদে ঈশানও মায়ের প্রতি ভালবাসা জানাল কেক খেয়ে। কেকের উপর লেখা, ‘সর্বকালের সেরা মা’। মাকে কেক খাইয়ে গালে চুমু খেলেন নুসরত।
মাতৃদিবসে নিজের মায়ের সঙ্গে সময় কাটালেন নুসরত। একইসঙ্গে খুদে ঈশানও মায়ের প্রতি ভালবাসা জানাল কেক খেয়ে। কেকের উপর লেখা, ‘সর্বকালের সেরা মা’। মাকে কেক খাইয়ে গালে চুমু খেলেন নুসরত।
advertisement
8/12
অন্যদিকে কেক খেয়ে খুশি ঈশান। তাঁর মিষ্টি আদুরে মুখ দেখে খুশি ভক্তরা। এত বছরের অপেক্ষার অবসান ঘটল বলে কথা। প্রকাশ্যে এল ছোট্ট ঈশান।
অন্যদিকে কেক খেয়ে খুশি ঈশান। তাঁর মিষ্টি আদুরে মুখ দেখে খুশি ভক্তরা। এত বছরের অপেক্ষার অবসান ঘটল বলে কথা। প্রকাশ্যে এল ছোট্ট ঈশান।
advertisement
9/12
যে প্রশ্নটির উত্তর এতদিন ধরে খুঁজেছেন ভক্তরা, তা মিলল এই বছর মাতৃদিবসে। ছবি দেখে স্পষ্ট বোঝা গেল, একেবারে বাবার মতো দেখতে হয়েছে ঈশান। যশের চেহারা যেন বসানো তাঁর ছেলের মুখে।
যে প্রশ্নটির উত্তর এতদিন ধরে খুঁজেছেন ভক্তরা, তা মিলল এই বছর মাতৃদিবসে। ছবি দেখে স্পষ্ট বোঝা গেল, একেবারে বাবার মতো দেখতে হয়েছে ঈশান। যশের চেহারা যেন বসানো তাঁর ছেলের মুখে।
advertisement
10/12
নিউজ18 বাংলাকেই একবার সাক্ষাৎকারে নুসরত বলেছিলেন, ‘‘ক্যামেরার সামনে আসেনি বলেই আমার দুই ছেলে সাধারণ শিশুদের মতো বড় হচ্ছে।’’
নিউজ18 বাংলাকেই একবার সাক্ষাৎকারে নুসরত বলেছিলেন, ‘‘ক্যামেরার সামনে আসেনি বলেই আমার দুই ছেলে সাধারণ শিশুদের মতো বড় হচ্ছে।’’
advertisement
11/12
‘‘যে অভিভাবকরা তাঁদের সন্তানকে জনসমক্ষে আনেন, তাঁদের সিদ্ধান্তের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। আসলে এক এক মা-বাবার সন্তান বড় করে তোলার আলাদা আলাদা পদ্ধতি হয়।’’
‘‘যে অভিভাবকরা তাঁদের সন্তানকে জনসমক্ষে আনেন, তাঁদের সিদ্ধান্তের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। আসলে এক এক মা-বাবার সন্তান বড় করে তোলার আলাদা আলাদা পদ্ধতি হয়।’’
advertisement
12/12
তবে আড়াই বছর পর বাবা-মা সিদ্ধান্ত নিয়েছেন যে সন্তানের ছবি এবার সকলের সামনে প্রকাশ করা যায়। আর তাই ভক্তদের সামনে খুদেকে আনলেন মাতৃদিবসে।
তবে আড়াই বছর পর বাবা-মা সিদ্ধান্ত নিয়েছেন যে সন্তানের ছবি এবার সকলের সামনে প্রকাশ করা যায়। আর তাই ভক্তদের সামনে খুদেকে আনলেন মাতৃদিবসে।
advertisement
advertisement
advertisement