Yearender 2020: বছর শেষের আগে এই ১০টি ভারতীয় ওয়েব সিরিজ না দেখলে বড় মিস !
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
একনজরে দেখে নিন, ২০২০-র 'মাস্ট ওয়াচ' তালিকায় কোন কোন ওয়েব-সিরিজ রয়েছে--
হাতে আর মাত্র কয়েকটা দিন, শেষের হতে চলল ২০২০। করোনার থাবায় মৃত্যুমিছিল, অর্থনীতির বেহাল অবস্থা, একের পর এক তারকা-শিল্পীর মৃত্যু, মনমেজাজ ভাল নেই কারও... তা হলে বিনোদনের উপায়? সিনেমা হল খুলেছে যদিও, তবু সেখানে গিয়ে টাকা খরচ করে দেখার মতো ছবি নেই। উপায় একটাই, দুর্দান্ত কন্টেন্ট আর টানটান উত্তেজনায় ভরপুর ওয়েব সিরিজগুলো দেখে নেওয়া। একনজরে দেখে নিন, 'মাস্ট ওয়াচ' তালিকায় কোন কোন ওয়েব-সিরিজ রয়েছে--
advertisement
১. মির্জাপুর ২ (Mirzapur 2, Amazon Prime Video) এই ওয়েব সিরিজের প্রথম সিজন আসতেই হুলস্থুল পড়ে যায়। যাঁরা এই সিরিজ দেখেননি, তাঁরা রীতিমতো মুখ লুকিয়ে ঘুরছিলেন। ২ বছর অপেক্ষা করার পর এসে গিয়েছে মির্জাপুরের দ্বিতীয় সিরিজ। নতুন সিরিজে অভিনয়ে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলি ফজল ও বিজয় বর্মাকে।
advertisement
advertisement
advertisement
ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ (Breath: Into The Shadows, Amazon Prime Video) এই সিরিজ আর কাউকে না হোক, অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) একটু স্বস্তিতে ব্রিদ মানে নিঃশ্বাস নিতে দিয়েছে। একজন মনোবিদের মেয়েকে অপহরণ করা হয়। তার পরিবর্তে সেই মনোনবিদকে কিছু অপরাধমূলক কাজ করতে হয়। এই নিয়েই জমে উঠেছে ব্রিদের দ্বিতীয় সিজন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আশ্রম (Aashram, Mx Player) আরিয়া যদি সুস্মিতার কামব্যাক হয়, তা হলে আশ্রম হল ববি দেওলের (Bobby Deol) মুমূর্ষু কেরিয়ারের অক্সিজেন। বাবা নিরালার ভূমিকায় ববির অভিনয় দেখার মতো। কে এই বাবা নিরালা? তিনি কি সত্যিই একজন সন্ন্যাসী না তাঁর মুখোশের আড়ালে আছে অন্য কিছু? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এই সিরিজ।
advertisement