প্রিয়ঙ্কা বোস অভিনয় করেছিলেন 'গাঙ্গোর' ছবিতে। বাংলা, সাঁওতালি ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির পরিচালক ছিলেন ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলি। এক সাঁওতালি মহিলা তাঁর শিশুকে যখন স্তন্যপান করাচ্ছে তখন তার ছবি তোলে এক চিত্রসাংবাদিক। সেই ছবিকে ঘিরে আবর্তিত হয় ফিল্মের কাহিনি। সেই স্তন্যদানের দৃশ্যে সাঁওতালি মা-এর ভূমিকায় অভিনয় করেন প্রিয়ঙ্কা বোস।
photo source collected