পর্দার সামনে নগ্ন হতে হয়েছিল টলিউডের এই অভিনেত্রীদের! জেনে নিন কেন?

Last Updated:
1/5
শ্রীলেখা মুখোপাধ্যায়, 'পরশুরামের কুঠার', ১৯৮৯: নব্যেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি ছিল এক স্তন্যদাত্রীর কাহিনি। সেই স্তন্যদাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায়। ফিল্মে প্রতীকী আদলে নির্মিত একটি দৃশ্যে ক্লোজ শটে ধরা পড়েছিল শ্রীলেখার একটি স্তন।  photo source collected
শ্রীলেখা মুখোপাধ্যায়, 'পরশুরামের কুঠার', ১৯৮৯: নব্যেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি ছিল এক স্তন্যদাত্রীর কাহিনি। সেই স্তন্যদাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায়। ফিল্মে প্রতীকী আদলে নির্মিত একটি দৃশ্যে ক্লোজ শটে ধরা পড়েছিল শ্রীলেখার একটি স্তন। photo source collected
2/5
পাওলি দামের 'ছত্রাক' কে না দেখেছে।  বিমু্ক্তি জয়সুন্দর পরিচালিত এই ফিল্মে অনুব্রতর সঙ্গে পাওলির নগ্ন শয্যাদৃশ্যের কথা ইন্টারনেটের দৌলতে এই দৃশ্য এখন ভাইরাল। photo source collected
পাওলি দামের 'ছত্রাক' কে না দেখেছে। বিমু্ক্তি জয়সুন্দর পরিচালিত এই ফিল্মে অনুব্রতর সঙ্গে পাওলির নগ্ন শয্যাদৃশ্যের কথা ইন্টারনেটের দৌলতে এই দৃশ্য এখন ভাইরাল। photo source collected
3/5
প্রিয়ঙ্কা বোস অভিনয় করেছিলেন 'গাঙ্গোর' ছবিতে।  বাংলা, সাঁওতালি ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির পরিচালক ছিলেন ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলি। এক সাঁওতালি মহিলা তাঁর শিশুকে যখন স্তন্যপান করাচ্ছে তখন তার ছবি তোলে এক চিত্রসাংবাদিক। সেই ছবিকে ঘিরে আবর্তিত হয় ফিল্মের কাহিনি। সেই স্তন্যদানের দৃশ্যে সাঁওতালি মা-এর ভূমিকায় অভিনয় করেন প্রিয়ঙ্কা বোস।  photo source collected
প্রিয়ঙ্কা বোস অভিনয় করেছিলেন 'গাঙ্গোর' ছবিতে। বাংলা, সাঁওতালি ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির পরিচালক ছিলেন ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলি। এক সাঁওতালি মহিলা তাঁর শিশুকে যখন স্তন্যপান করাচ্ছে তখন তার ছবি তোলে এক চিত্রসাংবাদিক। সেই ছবিকে ঘিরে আবর্তিত হয় ফিল্মের কাহিনি। সেই স্তন্যদানের দৃশ্যে সাঁওতালি মা-এর ভূমিকায় অভিনয় করেন প্রিয়ঙ্কা বোস। photo source collected
4/5
'গাণ্ডু', ও 'কসমিক সেক্স'-এ ঋ ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্রের জগতে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত। 'গান্ডু' ও 'কসমিক সেক্স'— দুটি ছবিতেই নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। 'গান্ডু'তে ক্যামেরায় ধরা পড়েছিল তাঁর শরীরের গোপনতম অঙ্গও। photo source collected
'গাণ্ডু', ও 'কসমিক সেক্স'-এ ঋ ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্রের জগতে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত। 'গান্ডু' ও 'কসমিক সেক্স'— দুটি ছবিতেই নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। 'গান্ডু'তে ক্যামেরায় ধরা পড়েছিল তাঁর শরীরের গোপনতম অঙ্গও। photo source collected
5/5
শুভ্রা বসুকে দেখা গিয়েছিল 'পরম্পর' ছবিতে। ২০০৩ সালে। আর্ট কলেজে ন্যুড মডেল হিসেবে এক সময়ে কাজ করেছিলেন অমলিনা। বয়সকালে অর্থাভাবে নিজের পুত্রবধূ বুলিকেও একই পেশার দিকে ঠেলে দেন তিনি। ছবির প্রয়োজনে একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন শুভ্রা photo source collected
শুভ্রা বসুকে দেখা গিয়েছিল 'পরম্পর' ছবিতে। ২০০৩ সালে। আর্ট কলেজে ন্যুড মডেল হিসেবে এক সময়ে কাজ করেছিলেন অমলিনা। বয়সকালে অর্থাভাবে নিজের পুত্রবধূ বুলিকেও একই পেশার দিকে ঠেলে দেন তিনি। ছবির প্রয়োজনে একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন শুভ্রা photo source collected