মুনমুন সেনের গ্ল্যামারের কাছে সেই সময়েই বহু অভিনেত্রীরা পাত্তা পেতেন না ৷ অভিনয়ে মা সুচিত্রা সেন কিংবা মেয়ে রাইমা সেনের কাছাকাছি তিনি আসতে পারেননি৷ কিন্তু হটনেসে তিনিই সেরা৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
2/ 5
১৯৭৮ সালে বিয়ে করেন মুনমুন। রিয়া এবং রাইমা সেনের জন্মের পর তিনি পা রাখেন বলিউডে।
3/ 5
১৯৮৪তে মুক্তি পায় মুনমুন সেন অভিনীত ছবি ‘অন্দর বাহার’।
4/ 5
তখনকার দিনেও বিকিনি পরে পোজ দেওয়ার সাহস দেখিয়েছিলেন মুনমুন সেন৷ তাঁর সেই সাহসী ছবি ঝড় তুলেছিল বহু পুরুষের মনে৷ এমনকী রিয়া-রাইমার বোল্ড ছবি থেকে সে সব ছবি কোনও অংশে কম নয়৷
5/ 5
বাংলা, হিন্দি, তেলেগু,মালায়ালাম, তামিল সিনেমা করেছেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, তাপস পাল এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা দের সঙ্গে কাজ করেছেন। আজও তাঁর সৌন্দর্য দেখে বয়স বোঝা যায় না।
Moon Moon Sen: সেই সময়েও বিকিনি পরার সাহস দেখিয়েছিলেন মুনমুন সেন, ছিন্নভিন্ন হয়েছিল বহু পুরুষের হৃদয়
মুনমুন সেনের গ্ল্যামারের কাছে সেই সময়েই বহু অভিনেত্রীরা পাত্তা পেতেন না ৷ অভিনয়ে মা সুচিত্রা সেন কিংবা মেয়ে রাইমা সেনের কাছাকাছি তিনি আসতে পারেননি৷ কিন্তু হটনেসে তিনিই সেরা৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
Moon Moon Sen: সেই সময়েও বিকিনি পরার সাহস দেখিয়েছিলেন মুনমুন সেন, ছিন্নভিন্ন হয়েছিল বহু পুরুষের হৃদয়
তখনকার দিনেও বিকিনি পরে পোজ দেওয়ার সাহস দেখিয়েছিলেন মুনমুন সেন৷ তাঁর সেই সাহসী ছবি ঝড় তুলেছিল বহু পুরুষের মনে৷ এমনকী রিয়া-রাইমার বোল্ড ছবি থেকে সে সব ছবি কোনও অংশে কম নয়৷
Moon Moon Sen: সেই সময়েও বিকিনি পরার সাহস দেখিয়েছিলেন মুনমুন সেন, ছিন্নভিন্ন হয়েছিল বহু পুরুষের হৃদয়
বাংলা, হিন্দি, তেলেগু,মালায়ালাম, তামিল সিনেমা করেছেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, তাপস পাল এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা দের সঙ্গে কাজ করেছেন। আজও তাঁর সৌন্দর্য দেখে বয়স বোঝা যায় না।