Money Heist | Shahrukh Khan : তৈরি হচ্ছে মানি হেইস্টের হিন্দি ভার্সন! প্রফেসরের ভূমিকায় শাহরুখ খান?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Money Heist | Shahrukh Khan : বিশ্ব জুড়ে তুমুল আলোড়ন তোলা ওয়েব সিরিজ মানি হেইস্ট কিছু অংশ নিয়ে এই ছবির সাব-প্লট বানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ছবির স্ক্রিপ্ট লেখার কাজ করেছেন স্বয়ং পরিচালক। ইতিমধ্যেই অ্যাটলি ও তাঁর টিম রাইটাররা স্ক্রিপ্টের কাজ শেষ করে এনেছেন। এর পাশাপাশি রেড চিলিস (Red Chillies) ছবির স্ক্রিপ্ট নিয়ে পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এই ছবিতে জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভারকে (Sunil Grover) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও সুনীলের চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
advertisement
শাহরুখের রেড চিলিস-এর আগেও একবার Netflix-এর সঙ্গে কোলাবরেশনে মানি হেইস্টের হিন্দি ভার্সন বানানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিল। সে সময় স্ক্রিপ্টের কাজ বেশ কিছুদূর এগোলেও শেষ পর্যন্ত সফল হয়নি। তাই এবারে অ্যাটলির ছবিতে মানি হেইস্টের কিছু অংশ সাব-প্লট হিসেবে ব্যবহার করায় সকলেই বেজায় খুশি। বিশেষ করে শাহরুখ ফ্যানদের কাছে মানি হেইস্টের প্রফেসরের ভূমিকায় শাহরুখকে দেখার ইচ্ছে খানিকটা সফল হতে যাচ্ছে, একথা বলাই যায়।