মা লক্ষ্মীর জন্য সোনার মুকুট, দীপান্বিতা অমাবস্যায় বাড়িতে ধনদেবীর আরাধনায় অভিনেত্রী মনামী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Monami Ghosh Lakshmi Puja : রঙ্গোলি ও প্রদীপ জ্বালিয়ে তাঁর লেক গার্ডেন্সের বাড়ি সুন্দরভাবে সাজান। এ বছরও তার অন্যথা হয়নি, অমাবস্যা যেহেতু মঙ্গলবারও রয়েছে সেহেতু মঙ্গলবার সাতসকালে সমস্ত জোগাড়যন্ত্র করে লক্ষ্মীপূজো সারলেন তিনি।
প্রতিবছরের মত এবারও অমাবস্যার বিশেষ তিথিতে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে ঘরে লক্ষ্মীর আহ্বান জানালেন অভিনেত্রী মনামি ঘোষ। এই দিনটিতে তিনি পুরো বাড়িতে নিজের হাতে আলপনা দেন। রঙ্গোলি ও প্রদীপ জ্বালিয়ে তাঁর লেক গার্ডেন্সের বাড়ি সুন্দরভাবে সাজান। এ বছরও তার অন্যথা হয়নি, অমাবস্যা যেহেতু মঙ্গলবারও রয়েছে সেহেতু মঙ্গলবার সাতসকালে সমস্ত জোগাড়যন্ত্র করে লক্ষ্মীপূজো সারলেন তিনি। (প্রতিবেদন : মানস বসাক)
advertisement
তবে পুজোর সমস্ত কাজে তাঁকে সাহায্য করেন মা। এ বছর মনামি মা লক্ষ্মীকে সোনার মুকুট দিয়েছেন। বলেন ‘‘ অনেক দিনের ইচ্ছে ছিল লক্ষ্মীকে মুকুট দিয়ে সাজাবে। এ বছর সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। ’’ ইন্টারনেট দেখে বিভিন্ন ডিজাইন বাছাই করে অর্ডার দিয়ে ধনদেবীর জন্য এই মুকুট তৈরি করিয়েছেন তিনি। পুজোর পাশাপাশি মনামির বাড়িতে এই বিশেষ দিনে থাকে খাওয়াদাওয়া ও ভোগের বিপুল আয়োজন।
advertisement
ভোগপ্রসাদের বিশেষ খিচুড়ি ,পাঁচমিশালি সবজি, পাঁচ রকম ভাজা, চাটনি ও পায়েস এগুলো তো রয়েইছে। তার পাশাপাশি অতিথিদের খাবারের জন্য আলাদা করে বিশেষ আয়োজন করা হয়। এ বছর সেই মেনুতে রয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, লাবরা ,বাটার পনির, ফুলকপির রোস্ট , জলপাইয়ের চাটনি, পাপড় ও মিষ্টি। আর মনামির প্রিয় গন্ধরাজ লেবুর ঘোল।
advertisement
advertisement