আস্তাকুঁড় থেকে তুলেছিলেন কোলে..., নাম-বংশ-বিদেশে লেখাপড়া, সৌন্দর্যে যে কোনও সুন্দরীকে দশ গোল দিশানীর, মিঠুনের জন্মদিনে অন্য বাবার গল্প

Last Updated:
Mithun Chakraborty Secret Story: আজ মিঠুন চক্রবর্তীর ৭৩তম জন্মদিন। তাঁর জন্মদিনে মিঠুনের জীবনের একটি হৃদয়স্পর্শী অধ্যায় শেয়ার করা যাক আজকের এই প্রতিবেদনে।
1/8
বলিউডের ডিস্কো ড্যান্সার, মিঠুন চক্রবর্তী শুধু মহাগুরুই নন। তিনি বলিউডের তাঁর সময়ের মেগাস্টার। সেই সময় বলিউডে অন্যতম প্রধান অভিনেতাই ছিলেন মিঠুন চক্রবর্তী। স্ত্রী যোগিতা বালিও কম বিখ্যাত ছিলেন না। মিঠুনের বড় ছেলে মিমো চক্রবর্তীর পর বলিউডে যাত্রা শুরু করেছেন নমোশিও। আজ মেগাস্টারের জন্মদিনে তাঁরই জীবনের এক অজানা কাহিনী আমরা তুলে ধরতে চলেছি এই প্রতিবেদনে।
বলিউডের ডিস্কো ড্যান্সার, মিঠুন চক্রবর্তী শুধু মহাগুরুই নন। তিনি বলিউডের তাঁর সময়ের মেগাস্টার। সেই সময় বলিউডে অন্যতম প্রধান অভিনেতাই ছিলেন মিঠুন চক্রবর্তী। স্ত্রী যোগিতা বালিও কম বিখ্যাত ছিলেন না। মিঠুনের বড় ছেলে মিমো চক্রবর্তীর পর বলিউডে যাত্রা শুরু করেছেন নমোশিও। আজ মেগাস্টারের জন্মদিনে তাঁরই জীবনের এক অজানা কাহিনী আমরা তুলে ধরতে চলেছি এই প্রতিবেদনে।
advertisement
2/8
মিঠুন চক্রবর্তী তাঁর বলিউড কেরিয়ারে বহু হিট ছবির পাশাপাশি কিছু ফ্লপ ছবিও দিয়েছেন। কিন্তু তাতে অবশ্য তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। আজও অনুরাগীদের কাছে তিনি ঠিক ততটাই ভালবাসা পান যতটা সুপারস্টার থাকাকালীন পেতেন।
মিঠুন চক্রবর্তী তাঁর বলিউড কেরিয়ারে বহু হিট ছবির পাশাপাশি কিছু ফ্লপ ছবিও দিয়েছেন। কিন্তু তাতে অবশ্য তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। আজও অনুরাগীদের কাছে তিনি ঠিক ততটাই ভালবাসা পান যতটা সুপারস্টার থাকাকালীন পেতেন।
advertisement
3/8
মিঠুন চক্রবর্তীর উদারতার গল্প ইন্ডাস্ট্রিতে কম বিখ্যাত নয়। আজ মিঠুন চক্রবর্তী তার ৭৩তম জন্মদিন পালন করছেন। তাঁর জন্মদিনে মিঠুনের জীবনের একটি হৃদয়স্পর্শী অধ্যায় শেয়ার করা যাক আজকের এই প্রতিবেদনে।
মিঠুন চক্রবর্তীর উদারতার গল্প ইন্ডাস্ট্রিতে কম বিখ্যাত নয়। আজ মিঠুন চক্রবর্তী তার ৭৩তম জন্মদিন পালন করছেন। তাঁর জন্মদিনে মিঠুনের জীবনের একটি হৃদয়স্পর্শী অধ্যায় শেয়ার করা যাক আজকের এই প্রতিবেদনে।
advertisement
4/8
মিঠুন চক্রবর্তীর তিন ছেলে মিমো, নমোশি ও উষ্ময়ী এবং এক মেয়ে দিশানী। অভিনেতার দুই ছেলের বলিউডে অভিষেক হলেও কন্যা দিশানীর বলিউড অভিষেকও প্রায়ই উঠে আসে আলোচনায়।
মিঠুন চক্রবর্তীর তিন ছেলে মিমো, নমোশি ও উষ্ময়ী এবং এক মেয়ে দিশানী। অভিনেতার দুই ছেলের বলিউডে অভিষেক হলেও কন্যা দিশানীর বলিউড অভিষেকও প্রায়ই উঠে আসে আলোচনায়।
advertisement
5/8
শোনা যায়, বলিউডের 'ডিস্কো ড্যান্সার' মিঠুন চক্রবর্তী একদিন নিয়মমাফিক একটি বাংলা নিউজ পেপার পড়ছিলেন। আর সেখানেই তাঁর চোখ আটকে যায় আবর্জনার স্তূপে পাওয়া এক শিশুকন্যার খবরে। (ছবি সৌজন্যে: Instagram: @dishanichakraborty)
শোনা যায়, বলিউডের 'ডিস্কো ড্যান্সার' মিঠুন চক্রবর্তী একদিন নিয়মমাফিক একটি বাংলা নিউজ পেপার পড়ছিলেন। আর সেখানেই তাঁর চোখ আটকে যায় আবর্জনার স্তূপে পাওয়া এক শিশুকন্যার খবরে। (ছবি সৌজন্যে: Instagram: @dishanichakraborty)
advertisement
6/8
খবরটি পড়ে মিঠুন চক্রবর্তীর হৃদয় কেঁপে ওঠে মুহূর্তে। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে তিনি আবর্জনার স্তূপে পাওয়া ওই মেয়েটিকে দত্তক নেবেন। (ছবি সৌজন্যে: Instagram: @dishanichakraborty)
খবরটি পড়ে মিঠুন চক্রবর্তীর হৃদয় কেঁপে ওঠে মুহূর্তে। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে তিনি আবর্জনার স্তূপে পাওয়া ওই মেয়েটিকে দত্তক নেবেন। (ছবি সৌজন্যে: Instagram: @dishanichakraborty)
advertisement
7/8
অভিনেতা কেবল দিশানীকে দত্তকই নেননি। তাঁকে তাঁর নাম এবং ভাল পরিবেশে বড় করে তোলার পাশাপাশি উচ্চমানের শিক্ষাও দিয়েছেন মিঠুন। দিশানী আজ বিদেশে পড়াশোনা করে বিলাসবহুল জীবনযাপন করছে। (ছবি সৌজন্যে: Instagram: @dishanichakraborty)
অভিনেতা কেবল দিশানীকে দত্তকই নেননি। তাঁকে তাঁর নাম এবং ভাল পরিবেশে বড় করে তোলার পাশাপাশি উচ্চমানের শিক্ষাও দিয়েছেন মিঠুন। দিশানী আজ বিদেশে পড়াশোনা করে বিলাসবহুল জীবনযাপন করছে। (ছবি সৌজন্যে: Instagram: @dishanichakraborty)
advertisement
8/8
মিঠুন চক্রবর্তীর তিন ছেলেও দিশাকে খুব ভালোবাসেন। প্রায়শই মিমো, নমোশিও তাঁদের বোনের সঙ্গে প্রেমপূর্ণ পারিবারিক ছবি শেয়ার করেন তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায়। (ছবি সৌজন্যে: Instagram: @mimohchakraborty)
মিঠুন চক্রবর্তীর তিন ছেলেও দিশাকে খুব ভালোবাসেন। প্রায়শই মিমো, নমোশিও তাঁদের বোনের সঙ্গে প্রেমপূর্ণ পারিবারিক ছবি শেয়ার করেন তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায়। (ছবি সৌজন্যে: Instagram: @mimohchakraborty)
advertisement
advertisement
advertisement