আস্তাকুঁড় থেকে তুলেছিলেন কোলে..., নাম-বংশ-বিদেশে লেখাপড়া, সৌন্দর্যে যে কোনও সুন্দরীকে দশ গোল দিশানীর, মিঠুনের জন্মদিনে অন্য বাবার গল্প
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mithun Chakraborty Secret Story: আজ মিঠুন চক্রবর্তীর ৭৩তম জন্মদিন। তাঁর জন্মদিনে মিঠুনের জীবনের একটি হৃদয়স্পর্শী অধ্যায় শেয়ার করা যাক আজকের এই প্রতিবেদনে।
বলিউডের ডিস্কো ড্যান্সার, মিঠুন চক্রবর্তী শুধু মহাগুরুই নন। তিনি বলিউডের তাঁর সময়ের মেগাস্টার। সেই সময় বলিউডে অন্যতম প্রধান অভিনেতাই ছিলেন মিঠুন চক্রবর্তী। স্ত্রী যোগিতা বালিও কম বিখ্যাত ছিলেন না। মিঠুনের বড় ছেলে মিমো চক্রবর্তীর পর বলিউডে যাত্রা শুরু করেছেন নমোশিও। আজ মেগাস্টারের জন্মদিনে তাঁরই জীবনের এক অজানা কাহিনী আমরা তুলে ধরতে চলেছি এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









