Mithun Chakraborty-Mamata Shankar: 'মৃগয়া'র ৪৬ বছর পর জুটি বাঁধছেন মিঠুন ও মমতা শঙ্কর! সঙ্গে দেব! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Mithun Chakraborty-Mamata Shankar: বহুদিন বাংলা ছবি থেকে নিজেকে দূরে রেখেছিলেন মিঠুন! তবে ফের একবার পর্দা মাতাবেন মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর!
সালটা ছিল ১৯৭৬। ক্যামেরায় চোখ রেখেছেন পরিচালক মৃণাল সেন। আর ঠিক ক্যামেরার ওপারে দুই নতুন অভিনেতা। মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। তখন মিঠুন ডিস্কো ডান্সার হননি। প্রথম ছবি। সঙ্গে দাপুটে অভিনেত্রী মমতা শঙ্কর। শ্যামলা গায়ের রঙে দাপুটে অভিনয় সে সময় সকলের নজর কেড়েছিল। সর্বকালের সেরা সিনেমার মধ্যে একটি হয়ে থেকে গিয়েছে 'মৃগয়া'! এর পর আর এক সঙ্গে জুটি বাঁধেননি মিঠুন ও মমতা শঙ্কর। কেটে গিয়েছে দীর্ঘ সময়। ৪৬ বছর পর ফের একবার পর্দায় ফিরছেন মিঠুন-মমতা! photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement