বাজেট ছিল মাত্র আড়াই কোটি; চার গুণ বেশি আয় করে তাক লাগিয়ে দিয়েছিল এই বাঙালি অভিনেতার ছবি!

Last Updated:
Mithun Chakraborty 1995 Film Ravan Raaj: আজ কথা বলব ১৯৯৫ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ‘রাবণ রাজ’ ছবির বিষয়ে। এই অ্যাকশন-ড্রামা ফিল্মে অভিনেতাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল। কম বাজেটের এই ছবিটি বক্স অফিসে দারুন আয় করে। প্রেক্ষাগৃহ উপচে পড়েছিল দর্শকদের ভিড়ে।
1/6
বলিউডে তাঁর হাত ধরেই প্রবেশ করেছিল নাচের এক অনন্য ধারা। সত্তরের দশকে বি-টাউনে পা রেখেছিলেন এই বঙ্গসন্তান। প্রথম ছবিতেই বাজিমাত করে জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। এর পরে অবশ্য আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে রীতিমতো শাসন করে গিয়েছেন বি-টাউন। ঠিকই ধরেছেন! কথা হচ্ছে, অভিনেতা মিঠুন চক্রবর্তীর!
বলিউডে তাঁর হাত ধরেই প্রবেশ করেছিল নাচের এক অনন্য ধারা। সত্তরের দশকে বি-টাউনে পা রেখেছিলেন এই বঙ্গসন্তান। প্রথম ছবিতেই বাজিমাত করে জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। এর পরে অবশ্য আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে রীতিমতো শাসন করে গিয়েছেন বি-টাউন। ঠিকই ধরেছেন! কথা হচ্ছে, অভিনেতা মিঠুন চক্রবর্তীর!
advertisement
2/6
জুন মাসেই পা রেখেছেন তিয়াত্তরে। এখনও সমান ভাবে রুপোলি জগতে সক্রিয় তিনি। ছবির কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও রয়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ১৯৭৬ সালে পরিচালক মৃণাল সেনের জাতীয় পুরস্কার-জয়ী ‘মৃগয়া’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেতা। এর পর ‘দো আনজানে’ এবং ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’ ছবিতে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। অবশেষে ১৯৭৮ সালে মুক্তি পায় মিঠুন অভিনীত ছবি ‘মেরা রক্ষক’। যা বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করে।
জুন মাসেই পা রেখেছেন তিয়াত্তরে। এখনও সমান ভাবে রুপোলি জগতে সক্রিয় তিনি। ছবির কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও রয়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ১৯৭৬ সালে পরিচালক মৃণাল সেনের জাতীয় পুরস্কার-জয়ী ‘মৃগয়া’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেতা। এর পর ‘দো আনজানে’ এবং ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’ ছবিতে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। অবশেষে ১৯৭৮ সালে মুক্তি পায় মিঠুন অভিনীত ছবি ‘মেরা রক্ষক’। যা বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করে।
advertisement
3/6
এর পর নায়কের ভূমিকায় একে একে বাজিমাত করতে থাকেন বলিউডের ডিস্কো ডান্সার। আজ কথা বলব ১৯৯৫ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ‘রাবণ রাজ’ ছবির বিষয়ে। এই অ্যাকশন-ড্রামা ফিল্মে অভিনেতাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল। কম বাজেটের এই ছবিটি বক্স অফিসে দারুন আয় করে। প্রেক্ষাগৃহ উপচে পড়েছিল দর্শকদের ভিড়ে।
এর পর নায়কের ভূমিকায় একে একে বাজিমাত করতে থাকেন বলিউডের ডিস্কো ডান্সার। আজ কথা বলব ১৯৯৫ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত ‘রাবণ রাজ’ ছবির বিষয়ে। এই অ্যাকশন-ড্রামা ফিল্মে অভিনেতাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল। কম বাজেটের এই ছবিটি বক্স অফিসে দারুন আয় করে। প্রেক্ষাগৃহ উপচে পড়েছিল দর্শকদের ভিড়ে।
advertisement
4/6
 সংবাদমাধ্যম সূত্রে খবর, মিঠুন অভিনীত ‘রাবণ রাজ’ ছবিটির বাজেট ছিল ২.৫০ কোটি টাকা। আর বক্স অফিসে এই ছবি আয় করেছিল প্রায় ৯ কোটি টাকা। যা বাজেটের তুলনায় প্রায় ৪ গুণ বেশি। ওই ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল মধু, আদিত্য পাঞ্চোলি, পরেশ রাওয়াল, শক্তি কাপুর, হরিশ কুমার, জনি লিভার এবং অলোক নাথের মতো অভিনেতা-অভিনেত্রীদেরও।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মিঠুন অভিনীত ‘রাবণ রাজ’ ছবিটির বাজেট ছিল ২.৫০ কোটি টাকা। আর বক্স অফিসে এই ছবি আয় করেছিল প্রায় ৯ কোটি টাকা। যা বাজেটের তুলনায় প্রায় ৪ গুণ বেশি। ওই ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল মধু, আদিত্য পাঞ্চোলি, পরেশ রাওয়াল, শক্তি কাপুর, হরিশ কুমার, জনি লিভার এবং অলোক নাথের মতো অভিনেতা-অভিনেত্রীদেরও।
advertisement
5/6
তবে ওই একই বছরে মুক্তি পেয়েছিল মিঠুনের আরও বেশ কয়েকটি ছবি। এর মধ্যে অন্যতম ছিল জখমি সিপাহি’, ‘দ্য ডন’, ‘নিশানা’, ‘গুনাহগার’, ‘অব হোগা ইনসাফ’, ‘অহঙ্কার’, ‘দিয়া অওর তুফান’। তবে বক্স অফিসে তেমন সফল হয়নি এই ছবিগুলি। ফলে উপার্জনও তেমন আশাব্যঞ্জক ছিল না।
তবে ওই একই বছরে মুক্তি পেয়েছিল মিঠুনের আরও বেশ কয়েকটি ছবি। এর মধ্যে অন্যতম ছিল জখমি সিপাহি’, ‘দ্য ডন’, ‘নিশানা’, ‘গুনাহগার’, ‘অব হোগা ইনসাফ’, ‘অহঙ্কার’, ‘দিয়া অওর তুফান’। তবে বক্স অফিসে তেমন সফল হয়নি এই ছবিগুলি। ফলে উপার্জনও তেমন আশাব্যঞ্জক ছিল না।
advertisement
6/6
২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘কাশ্মীর ফাইলস’-এ মিঠুনের অভিনয় মন জয় করেছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির বাজেট ছিল ২৫ কোটি টাকা। তবে এর বক্স অফিস কালেকশন ২৩৭ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। আর শুধু হিন্দি ছবিতেই নয়, টলিউড ইন্ডাস্ট্রিতেও বেশ সক্রিয় তিনি। ‘প্রজাপতি’ ছবিতে তাঁর অভিনয় আরও একবার মুগ্ধ করেছে ভক্তদের। বর্তমানে অভিনেতার হাতে রয়েছে আরও অনেক ছবির কাজ।
২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘কাশ্মীর ফাইলস’-এ মিঠুনের অভিনয় মন জয় করেছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির বাজেট ছিল ২৫ কোটি টাকা। তবে এর বক্স অফিস কালেকশন ২৩৭ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। আর শুধু হিন্দি ছবিতেই নয়, টলিউড ইন্ডাস্ট্রিতেও বেশ সক্রিয় তিনি। ‘প্রজাপতি’ ছবিতে তাঁর অভিনয় আরও একবার মুগ্ধ করেছে ভক্তদের। বর্তমানে অভিনেতার হাতে রয়েছে আরও অনেক ছবির কাজ।
advertisement
advertisement
advertisement